গতকাল রোজ সোমবার ১৩ ই জানুয়ারি নতুন আইলপাড়া নাসিক ৮ নং ওয়ার্ডে ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অফিস উদ্ভুধন করেন। এর কর্ণধর বা মালিক মোঃ মেহেদী হাসান বিলাস। তিনিই হচ্ছেন বিলাস নেটওয়ার্ক এর কর্নধার । নতুন আইলপাড়ায় আল ফালাহ জামে মসজিদ সংলগ্ন এই অফিস উদ্ভুধন করেন । আছরের নামাজের পর এলাকার মুরুব্বিদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল এর মাধ্যমে অফিস উদ্ভুধন করেন । এই উদ্ভুধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল হাসান রোকন, আরও উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সোহেল খন্দকার , উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন ভূইয়া, ছিলেন নাসিক ১১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুদ , সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য হুমায়ুন কবির টিপু, বিশিষ্ট সমাজ সেবক আলফালা জামে মসজিদের সভাপতি আবু মুসা , আব্দুল ফকির স্মৃতি সংসদের প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা সাচ্ , এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান বিলাস, সাবেক ছাত্র নেতা নারায়ণ কলেজ শাখার সভাপতি মোঃ সোয়েব হাওলাদার , সাবেক ছাত্র নেতা মোঃ ফখরুল সুজন ও সমাজ সেবক মোঃ জিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
আরও উপস্থিত ছিলেন বিএনপির ১০ নং নেতা ডিপটি ও বিএনপি নেতা বিপ্লব আরও ছিলেন নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা কাজী দুলালসহ অনেকেই।