অপূর্ণ চাওয়া
লেখক জাহিদুল ইসলাম
অপূর্ণ ইচ্ছে যত।
পূর্নতা পাবে কবে,
সব কিছু মেনে নিলেম,,
আমি নিরবে।
বসে বসে আকিঁ কত,
মনের ক্যানভাসে জমানো চিত্র।
তবু কিছু মানুষ যেনো শত্রু হয়ে ও মিত্র,,
হাসি কান্নার মধ্য দিয়ে কেটে যাচ্ছে দিন।
জীবনে কতটা এলোমেলো,,
আসবে কি সুদিন
বলো আসবে কি সুদিন।
ছোট এ জীবনের কাছে
কতই না জমে আছে ঋণ।
দিন কাটে দীর্ঘ ব্যস্ততায়
রাত কাটে নিদ্রাহীনতায়
অনেক স্বপ্ন মনে
কবে তুমি আসবে বলো
আধারিতে আলো হয়ে
ধরনীতে চাওয়ার নেই তো শেষ
অনেক স্বপ্নের এখানেই ঘটেছে ইতি
এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নীতি
পূর্নতার পিছু ছুটে অনেকে হলো বলি
পূর্নতা কি খুঁজে পাইনা বলে
রয়েছে অনেক অপূর্ণ চাওয়ার স্মৃতি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।