Sunday , 2 June 2024 | [bangla_date]
  1. ! Без рубрики
  2. 1Win AZ Casino
  3. 1Win Brasil
  4. 1win Brazil
  5. 1WIN Casino Brasil
  6. 1win India
  7. 1WIN Official In Russia
  8. 1win Turkiye
  9. 1win uzbekistan
  10. 1winRussia
  11. 1xbet
  12. 1xbet apk
  13. 1xbet AZ Casino
  14. 1xbet Azerbajan
  15. 1xbet Casino AZ

দুর্নীতি-চোরাচালান-চাঁদাবাজি করাটা এখন স্বাভাবিক হয়ে গেছে: জিএম কাদের

প্রতিবেদক
admin
June 2, 2024 8:32 pm

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে এখন অন্যায়-অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠিত হচ্ছে। স্বাভাবিক জিনিস স্বাভাবিক ভাবে চলছে না। যারা দুর্নীতি করছে, অর্পকর্মের সঙ্গে জড়িত, চাঁদাবাজি ও চোরাচালানের সঙ্গে জড়িত তারা যেন স্বাভাবিক হয়ে গেছে। আর সৎ ও দেশ প্রেমীরা অস্বাভাবিক হিসেবে গণ্য হচ্ছে।

রবিবার (২ জুন) দুপুরে সোনারগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান উৎসব পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। পরিদর্শনে এসে বারদীতে অবস্থিত লোকনাথ আশ্রম ঘুরে দেখেন তিনি। পরে লোকনাথ ব্রহ্মচারীর জীবনী ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যানকে স্বাগত জানান সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানুসহ স্থানীয় নেতাকর্মীরা।

তিরোধান উৎসব পরিদর্শনের সময় জিএম কাদের বলেন, আইন সকলের জন্য সমান থাকছে না, এক শ্রেণীর মানুষ সব সময় আইনের উর্ধ্বে থাকছে। উপর থেকে নির্দেশিত না হলে অনেক অপরাধী আইনের আওতায় আসছে না। এটি আইনের শাসন ও ন্যায় বিচার ভিত্তিক ব্যবস্থা নয় ফলে সুশাসন হচ্ছে না।

উল্লেখ্য, লাখো ভক্তের সমাগম আর ব্যপক আয়োজনের মধ্য দিয়ে মানবহিতৈষীখ্যাত মহাযোগী পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই তিরোধান উৎসব তিনদিন ব্যাপী পালিত হচ্ছে। উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - রাজনীতি