অবন্তিকা মৃত্যুর বিচার চেয়ে জাবি ছাত্র ইউনিয়নের মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত্যুর ঘটনায় দোষীদের বিচার চেয়ে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।  

রোববার (১৭ মার্চ) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তারা অবন্তিকার মৃত্যুর ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে ঘটনার পেছনে থাকা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের (একাংশ) সভাপতি আলিফ মাহমুদ বলেন, ‘অবন্তিকার আত্মহত্যার ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড৷ তাকে দীর্ঘদিন ধরে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বারা মানসিক টর্চার করা হয়েছে৷ দেশে নারীদের ক্ষমতায়নের কথা বলা হলেও নারীরা এখনও নিরাপদ নয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেও যেভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে তা আমাদের জন্য লজ্জাজনক৷’

জাবি সংসদের (একাংশ) সাধারণ সম্পাদক জাহিদুল ইমন বলেন, ‘আমার এখানে দাঁড়িয়েছি জগন্নাথের অবন্তিকার জন্য এবং আরও নাম না জানা অনেক অবন্তিকার জন্য যাদের ঘটনা এখনও সামনে আসেনি৷ অবন্তিকার নিপীড়নের পর যে হত্যাকাণ্ড হয়েছে এর পিছনে দায়ি একটি কাঠামোগত অব্যবস্থাপনা। এই কাঠামোতে এমন শক্তিশালী বলয় কাজ করে যাদের ছত্রছায়ায় নিপীড়ক তৈরি হয়।’

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও নিপীড়নের কারণে একজন শিক্ষককে (মাহমুদুর রহমান জনি) বরখাস্ত করা হয়েছে, সেই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীকে দায়মুক্তি পত্র লেখানোর অভিযোগ রয়েছে প্রক্টরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে আরেকজন সহকারী প্রক্টরের বিরুদ্ধেও। তারপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সহকারী প্রক্টরের কাজ কি নিপীড়ন করা আর নিপীড়ক তৈরি করা? সব জায়গায় প্রক্টর কিংবা সহকারি প্রক্টররাই কেনো নিপীড়নে সহায়তা করে? এই ক্ষমতাকে আমাদের প্রশ্ন করতে হবে প্রশ্ন না করলে এরকম দিনের পর দিন ক্যাম্পাসগু নিপীড়ন তৈরির কারখানা হয়ে যাবে।’

এসময় আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহকারী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সহ সভাপতি মুক্তারুল ইসলাম অর্ক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *