সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আমাদের পরিবার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. ভিডিও
  14. মুন্সীগঞ্জ
  15. রাজনীতি

সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
admin
মার্চ ১৮, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ

সিলেট-তামাবিল মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ সাতজন।

সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে সিলেট থেকে জৈন্তাপুর অভিমুখী একটি লেগুনার সঙ্গে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী লেগুনাটি দুমড়েমুচড়ে গিয়ে তিনজন মারা যায়। আহত হয় দুই শিশুসহ সাতজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহতরা হলেন- সন্তোষ পাত্রের মেয়ে মঙ্গলী পাত্র, পুশ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র, নন্দ পাত্রের স্ত্রী সাবিত্রী পাত্র। আহতদের মধ্যে সন্তোষ পাত্রের ছেলে পুশ পাত্র, পুশ পাত্রের ছেলে জিদান পাত্রের নাম জানা গেছে। লেগুনাচালক ও শিশু দুটির নাম জানা যায়নি।

হতাহত সবাই সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত), তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে। এর ফলে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে সড়ক ছাড়েন তারা।

সর্বশেষ - রাজনীতি