রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আমাদের পরিবার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. ভিডিও
  14. মুন্সীগঞ্জ
  15. রাজনীতি

চট্টগ্রামে ইউসিবিএলের আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদক
admin
মার্চ ১৭, ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরের রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) জুবিলী রোড শাখা অফিসে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬ ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আগুন লাগে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট শুরুতে আগুন নেভানোর কাজ করে। পরে আরো দুটি যুক্ত হয়।

তিনি বলেন, তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ব্যাংকের ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। কি থেকে এত ধোঁয়া উৎপন্ন হচ্ছে তা বলতে পারছি না। তবে ধোঁয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আমাদের বেগ পেতে হচ্ছে। ধোঁয়ায় ফায়ার সার্ভিসের এককর্মী অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি।

ভবনের আশপাশের প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর শর্ট সার্কিট থেকে হাল্কা আগুন ধরে। এরপরই একটা বিকট আওয়াজ হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে। ব্যাংকের ভেতরে কিছুদিন আগে এয়ার কন্ডিশনের ওয়্যারিং এর কাজ করানো হয়েছিল। সেখান থেকেই শর্ট সার্কিট হতে পারে। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের এককর্মী ধোঁয়ায় অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী বলেন, আগুনের ঘটনা ঘটে সন্ধ্যা ৭টার দিকে। এ সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আশা করছি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না।

সর্বশেষ - রাজনীতি