নেতানিয়াহুর বাড়ির ওপর উড়ে এলেন প্যারাগ্লাইডাররা!

ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল গাজা উপত্যকায় হামলা বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাভবনের ওপর বিক্ষোভ করেছে ইসরায়েলিরা।

রোববার (২৪ মার্চ) বিক্ষোভকারীরা প্যারাগ্লাইডার নিয়ে নেতানিয়াহুর বাসভবনের ওপর দিয়ে উড়ে যায়।

এ ঘটনার একটি ভিডিও প্রচার করেছে কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল-জাজিরা। সংবাদমাধ্যমটির এক ভিডিও প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা তাদের সঙ্গে ব্যানার বহন করছিল। এতে লেখা ছিল, নেতানিয়াহু, আপনি ৭ অক্টোবরের হামলার জন্য দায়ী।

এর আগে গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলা রুখতে ব্যর্থ হন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনায় দেশজুড়ে তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

৭ অক্টোবরের হামলা রুখতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন নেতানিয়াহু। এ সময় তার বাসভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ইসরায়েলিরা। এবার প্যারাগ্লাইডারকে বিক্ষোভের নতুন হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা।

আরও পড়ুনঃ  আফগানিস্তানে ইসলামি বিচারব্যবস্থা কার্যকর করা হবে: তালেবান প্রধান

এর আগে তারা দাবি করেছিল— ভূ-পৃষ্ঠে ও আকাশপথে তাদের দল রয়েছে। এ সময় তারা নেতানিয়াহু এবং তার স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটানোরও হুমকি দিয়েছিল। তার জানিয়েছিল, নেতানিয়াহুর বাসভবনে শান্তি নষ্ট করাই তাদের উদ্দেশ্য। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *