মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের চার সদস্য গ্রেফতার

মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর মিডিয়া বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- রাশেদুল ইসলাম (৪৫), রাতুল (২৩), ইব্রাহিম (২৫) ও সাগর (৪০)।

ed3ec3cd-fba9-44b2-9778-03057af0243e

র্যাব-৪ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের দলের অর্ধশতাধিক সদস্য রয়েছে, যারা ছিনতাই, চুরি ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ ও নিরীহ পথযাত্রীদের ব্যবহৃত মোবাইলফোন চুরি বা ছিনিয়ে নিয়ে গ্রেফতারকৃতদের নিকট হস্তান্তর করতেন।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জ উদ্যোক্তা মিলনমেলা’র (NEM) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরে গ্রেফতারকৃতরা চোরাই সেসব মোবাইলগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করতেন। এরপর সেগুলো দীর্ঘদিন ধরে তারা গোপনে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোন সমূহের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *