শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আমাদের পরিবার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. ভিডিও
  14. মুন্সীগঞ্জ
  15. রাজনীতি

মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী চক্রের চার সদস্য গ্রেফতার

প্রতিবেদক
admin
মার্চ ২৯, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর মিডিয়া বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- রাশেদুল ইসলাম (৪৫), রাতুল (২৩), ইব্রাহিম (২৫) ও সাগর (৪০)।

ed3ec3cd-fba9-44b2-9778-03057af0243e

র্যাব-৪ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের দলের অর্ধশতাধিক সদস্য রয়েছে, যারা ছিনতাই, চুরি ও লুণ্ঠনের মাধ্যমে সাধারণ ও নিরীহ পথযাত্রীদের ব্যবহৃত মোবাইলফোন চুরি বা ছিনিয়ে নিয়ে গ্রেফতারকৃতদের নিকট হস্তান্তর করতেন।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জ উদ্যোক্তা মিলনমেলা’র (NEM) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরে গ্রেফতারকৃতরা চোরাই সেসব মোবাইলগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করতেন। এরপর সেগুলো দীর্ঘদিন ধরে তারা গোপনে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত চোরাই মোবাইল ফোন সমূহের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। তাদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি