Monday , 27 October 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

‘বাচ্চাদের কীভাবে বলব, ওদের বাবা আর কোনোদিন আসবে না’

প্রতিবেদক
AlorDhara24
October 27, 2025 8:54 am

ইশ্বরকাঠি গ্রামের বাড়ির উঠানে যখন আবুল কালামের নিথর দেহ রাখা হয়, তখন পাশে বসে ছিলেন স্ত্রী আইরিন আক্তার। চোখে অঝোর জল আর কণ্ঠে আহাজারি। বারবার বলছিলেন, ‘বাচ্চাগুলোর মুখটা আমি একা কীভাবে দেখব? ওরা তো এখনো বোঝে না বাবা হারানো কী জিনিস। বাচ্চাদের কীভাবে বলব, ওদের বাবা আর কোনোদিন আসবে না।’

তার এই বুকভাঙা কান্না মুহূর্তেই কাঁদিয়ে তোলে ইশ্বরকাঠি গ্রামের সবাইকে। যে বাড়িতে প্রতিদিন হাসি-খুশি আর সন্তানের কোলাহল ছিল, সেখানে এখন শোকের নীরবতা। এদিন সকাল থেকেই চারদিক থেকে ছুটে আসেন স্বজন, প্রতিবেশী ও গ্রামের শত শত মানুষ।

সোমবার (২৭ অক্টোবর) সকালে গ্রামের বাড়ি ইশ্বরকাঠিতে আনা হয় মেট্রোরেলের বিয়ারিং প্যাডে নিহত আবুল কালামের মরদেহ। এরপর সকাল ৯টার দিকে গ্রামের নিজ বাড়ির উঠানে অনুষ্ঠিত হয় আবুল কালামের দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন গ্রামের মানুষ, স্বজন, বন্ধুবান্ধব— কেউই চোখের জল ধরে রাখতে পারেননি। পরে তাকে দাফন করা হয় নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে।

এর আগে, রোববার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সেখানে সহকর্মী, বন্ধু ও স্থানীয় মানুষজন উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান এই প্রাণবন্ত মানুষটিকে।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই ফোনে কথা হয়েছিল তার মেঝভাবি আছমা বেগমের সঙ্গে। আবুল কালাম তখন বলেছিলেন, ভাবি, দু-এক দিনের মধ্যে বাড়ি আসব, ইলিশ মাছ কিনে রাখেন।

কিন্তু কে জানত, সেটাই হবে জীবনের শেষ আলাপ! আছমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ভাইটা তো বলেছিল আসবে, এখন শুধু তার নিথর দেহটাই এলো।

চাচাতো ভাই নোমান বেপারি বলেন, সে সবসময় বলত— রাজনীতি না করে লেখাপড়া করো, ভালো কিছু করো। আজ যে এমন পরামর্শ দিত, সেই ভাইয়া নিজেই চলে গেলেন।

উল্লেখ্য, রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে দিয়ে হাঁটার সময় ওপর থেকে হঠাৎ এক ভারী বিয়ারিং প্যাড (স্প্রিং) ছিটকে নিচে পড়ে তার মাথায় আঘাত হানে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কালাম। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। পেশায় তিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা ছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন।

সর্বশেষ - শহরের বাইরে

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা বিষয়ে সম্মেলনে অংশ নিতে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা

পরিবেশ ও সামাজিক সাংবাদিকতায় লাবণ্য এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইসমাইল হোসেন

ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না : মঈন খান

আইনের বাইরে কোনো কাজ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদাবাজির ঘটনা ঢাকতে যুবদল নেতা আশরাফের সংবাদ সম্মেলন!!

আমার বাড়ি আমার ঘরের ব্যবস্থাপনা পরিচালক কনেস্টবল মশিউরের বিরুদ্ধে ভূমিদখল ও প্রতারণার অভিযোগ

তুরস্কে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বাংলা নববর্ষ: বাঙালির প্রাণের উৎসব

নান্দাইলে জমি কিনতে না পেরে বসতঘর ভেঙে নিয়ে গেলেন প্রভাবশালীরা

নৌকায় চড়ে তীরহারা লাঙ্গল