হিসাব নিয়ে ইসিতে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা

২০২২-২০২৩ অর্থ বছরের হিসাব জমা দিতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনে যাবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে দুপুর আড়াইটায় ইসিতে গিয়ে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হবে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ছাড়াও কোষাধ্যক্ষ আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান থাকবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে: পরিবেশমন্ত্রী

প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। নির্বাচন কমিশন বিষয়টি স্মরণ করিয়ে দিতে দলগুলোকে চিঠিও দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে বেশিরভাগ দলই তাদের হিসাব জমা দেয়নি।

রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুযায়ী, কোনো দল পরপর ৩ বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *