৮০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

বেনাপোল থেকে ৮০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬ যশোর।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোলের বাহাদুরপুরে বাশ বাগান ভিতরে এক পুকুরের মধ্যে থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এতথ্য দেন র‌্যাব-৬ কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেনাপোল পোর্ট থানাধীন বাহারদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক বাশ বাগানে কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।

এরকম তথ্যের ভিত্তিতে যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে বাহাদুরপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে কেসমত আলীকে (৩৮) আটক করে।

এসময় প্রাথমিক জিজ্ঞোসাবাদে আসামির স্বীকারোক্তি মতে বাগানের ভিতর শুকিয়ে যাওয়া পুকুর মধ্যে থেকে তল্লাশি করে বিশেষ কায়দায় মাটি ও শুকনা পাতা চাপা দিয়ে লুকিয়ে রাখা ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। এরপর আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *