চাঁপাইনবাবগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বীমা কর্মকর্তার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দু’জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে পৌর এলাকার পাঠানপাড়া-ফুড অফিস মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন – পাঠানপাড়া ফুড অফিস মোড়ের মৃত হাফিজুর রহমানের ছেলে হাসানুর রহমান হাসান (৩০) ও খরমান আলীর ছেলে আরফান আলী ছোটন (২৪)।

সদর থানার ওসি মিন্টু রহমান জানান, ২৫ মার্চ রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে ছিনতাইয়ের শিকার হন একটি বীমা কোম্পানীর ইউনিট ম্যানেজার রায়হান আলী। অজ্ঞাত চার ছিনতাইকারীরা তাকে মারধর করে ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

এ ঘটনায় রায়হান আলী বাদী হয়ে ২৮ মার্চ তারিখে থানায় মামলা দায়ের করেন। এরপর সাঁড়াশি অভিযানে নামে পুলিশ এবং রাতেই মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে হাসানুর রহমান ও আরফান আলীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *