সালাম মুর্শেদীর বাড়ি নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি

খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি ছাড়ার রায়ের ওপর ৮ সপ্তাহের স্থিতাবস্থা জারি করা হয়েছে। 

রোববার (২৪ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এ আদেশ দেন।

এ আদেশের ফলে সালাম মুর্শেদীর বাড়ি এখন যে অবস্থাতে আছে সেই অবস্থাতে থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ আদালতে সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। অপরদিকে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে গত ১৯ মার্চ আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি ৩ মাসের মধ্যে ছাড়তে হবে বলে রায় দেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুনঃ 

ইইউ ও ভারতের ‘এমভি আবদুল্লাহ’ উদ্ধার প্রস্তুতি নিয়ে যা জানাল মালিকপক্ষ

দেশের জনসংখ্যা বেড়েছে সাড়ে ১৭ লাখের বেশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *