Tag: নারাণয়গঞ্জ

  • ফতুল্লায় পোশাক কারখানার গোডাউনে অগ্নিকান্ড

    ফতুল্লায় পোশাক কারখানার গোডাউনে অগ্নিকান্ড

    আলোরধারা ডেস্ক: 

    ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত মাদার কালার নামের একটি গার্মেন্টস  কারখানার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

    আগুনে বিপুল পরিমাণ কাপড় ও এক্সেসরিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বুধবার বিকেলে সাড়ে ৪ টায় অগ্নিকান্ডের এ বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম। এরআগে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গার্মেন্টসটির নিচতলার গোডাউনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

    ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে আকস্মিকভাবে মাদার কালার নামের গার্মেন্টস কারখানার গোডাউনে অগ্নিকান্ড শুরু হয়। আগুন দেখতে পেয়ে কারখানার লোকজন প্রথমে ফতুল্লা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফতুল্লার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকতে থাকায় আরো ৩টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

    ফতুল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়ন স্টেশন অফিসার মো. আব্দুল হালিম বলেন, আগুন লাগার পর ফতুল্লার ২টি, নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিসের ডিএডিসহ ২টি ও পাগলার ১টি ইউনিট নিয়ে মোট ৫টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    আগুনে কাপড় ও এক্সেসরিজসহ গোডাউনের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

  • হিম হিম জলে উষ্ণতা ছড়িয়ে দিলো ব্যাচ ৯৭ না’গঞ্জ এর নৌতরী

    হিম হিম জলে উষ্ণতা ছড়িয়ে দিলো ব্যাচ ৯৭ না’গঞ্জ এর নৌতরী

    আলোরধারা ডেস্ক:

    পৌষ মাসের হিম ছড়ানো সকাল। কুয়াশায় ঢেকে আছে শীতলক্ষা নদী। নদীর তীরে বাঁধা রয়েছে নৌবিহারের অভিজাত নৌতরী সুন্দরবন-১৬। ঘাটে অপেক্ষমান নারায়ণগঞ্জ ব্যাচ ৯৭’র সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সুবিশাল জাহাজ দেখে আগত শিশুদের আনন্দের আর সীমা নেই। কিন্তু পথে রেজিষ্ট্রেশন ও উপহার গ্রহণের বিশাল জটলা। তবুও জটলা ঠেলে ঠেলে এগিয়ে যাচ্ছে নৌবিহারে আগতরা। নির্ধারিত সময়ের কিছুটা পরেই ১২ শত যাত্রী নিয়ে ছাড়ল সুন্দরবন-১৬। নদীর হিম হিম জল ঠেলে ঠেলে যতোই এগিয়ে যায় ততোই জাহাজের ভেতরে উত্তেজনা বাড়তে থাকে। যেন শীতলক্ষার হিম জলের ভেতরে উষ্ণতা ছড়িয়ে ছড়িয়ে আগাচ্ছে নৌতরী।

    এর কিছুক্ষণ আগেই ব্যাচ ৯৭’র নারায়ণগঞ্জ কমিটির সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে নৌবিহার-২০২৪ এর উদ্বোধন করেছেন। গত শুক্রবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ১৯৯৭ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সংগঠন ব্যাচ ’৯৭ নারায়ণগঞ্জ আয়োজন করে নৌবিহারের। অনুষ্ঠানের শুরুটা ছিলো এমনই ব্যতিক্রম ও উষ্ণতায় মোড়ানো। সকাল সাড়ে দশটায় সুন্দরবন-১৬ গতিতে চলতে শুরু করলো। নাস্তার পর্ব সেরে ততক্ষণে নৌবিহারে আগতরা চা-কফিতে চুমুক দিয়ে রেলিংয়ে দাঁড়িয়ে জলের সঙ্গে রোদের ও জাহাজের অদ্ভুত মিলনের দৃশ্য দেখছেন।

    জাহাজের ভেতরে ভেতরে চলতে শুরু করলো নানা আনুষ্ঠানিকতা। নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল থেকে আগতরা নিজেদের মধ্যে পরিচিত হতে শুরু করলো। অনেকের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা। নানা কুশলাদি। আবার কারও কারও সঙ্গে শুধুমাত্র ফেইসবুকে পরিচয় থাকলেও এবারই প্রথম সামনাসামনি দেখা-পরিচয়।

    কমিটির দেয়া সূচী সূত্রে জানা গেছে- নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাটে সকাল ৮টায় রিপোর্টিং, কুপন ও গিফট সংগ্রহ এবং লঞ্চে প্রবেশ ও নিজ নিজ আসন গ্রহণ। সকাল সাড়ে ৮টায় লঞ্চ ছেড়ে যাবে চাঁদপুর মোহনার উদ্দেশ্যে, ৯টায় সকালের নাস্তা পরিবেশন ও আহার, সকাল ৯:৪৬া হতে ৯:৫৫ টায় ব্যাচ ৯৭, নারায়ণগঞ্জের সকল স্কুলের মৃত বন্ধুদের জন্য দোয়া, বিজয় দিবস স্মরণে জাতীয় সংগীত পরিবেশন, সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাগত বক্তব্য, সকাল ১০টায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্যন্য উপদেষ্টাগণ নৌবিহার উদ্বোধন, সকাল সোয়া দশটা হতে একক নৃত্য, সঙ্গীত, কৌতুক, অভিনয়, আবৃতি, গল্প, ছড়া পরিবেশন ও নারায়ণগঞ্জের সকল স্কুলের মনোনীত সদস্যের অনুভূতি প্রকাশ, ব্যাচ’ ৯৭, নারায়ণগঞ্জের বিগত দিনের বিভিন্ন উল্লেখযোগ্য অনুষ্ঠানের ভিডিও ডকুমেন্টেশন, বন্ধুদের স্পাউসদের জন্য বালিশ বদল ও ঝুড়িতে বল ফেলার প্রতিযোগিতা। দুপুরে জাহাজ ভীড়ে উত্তর চাঁদপুরের মোহনপুরে। সেখানে জুম্মার নামাজের বিরতি দেয়া হয়। নামাজ শেষে মধ্যাহ্ন ভোজের খাবার পরিবেশন করে ব্যাচের স্বেচ্ছাসেবকরা। দুপুরে খাবারের পরে অনুষ্ঠান আরও জমে উঠে। নারায়ণগঞ্জের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশিক ও বাউল জন মাতিয়ে তোলে পুরো জাহাজ। তাদের গানের তালে তালে নাচতে শুরু করে সবাই। আছরের ও মাগরিবের নামাজের বিরতির পরে পুরোটা সময় জুড়ে ছিলো সঙ্গীতের উত্তাপ। এর ফাঁকে ফাঁকে চলতে থাকে ফটোসেশন। আলোকচিত্রী আল আমিন সোহাগ তার ক্যামেরায় একে একে বন্দি করতে থাকেন সবাইকে। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় পর্ব ছিলো র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও আতশবাজি ফোটানো।

    সকাল থেকে পর্বে পর্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- কাজী সাঈদ, মোয়াজ্জেম টিপু, আরেফিন সুলতানা জেমী, ফয়সাল আহমেদ দোলন ও নঈম চৌধুরী। রাতে সারাদিনের অভাবনীয় আনন্দের তরী আবারও নারায়ণগঞ্জ ভিআইপি টার্মিনালে এসে ভীড়ে। হাসিমুখে সবাই ফিরে যায় আপন নীড়ে। সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিলো নারী ও শিশুদের মধ্যে।

    ব্যাচ ’৯৭ নারায়ণগঞ্জ কমিটিরি সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথ জানান- অনুষ্ঠানটিকে সফল করতে সাধারণ সম্পাদক আহাম্মদ আলী সজিব, সহ-সভাপতি জিতু সুমন, সায়েলা পারভীন মিলি, তাহফিম রাসেল, ফয়সাল আহমেদ দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক আফরিন জেমী, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, জানে আলম, সাংগঠনিক সম্পাদক সায়েম কবির, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, মাঈনুদ্দিন সোহাগ, অর্থ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক কামরুল হাসান সোহাগ, তথ্য প্রযুক্তি সম্পাদক হালিম উল্লাহ টিটু, প্রবাসী কল্যাণ সম্পাদক আহমদ আলী, কার্যকরী সদস্য মামুন ফকির, ফরহাদ উদ্দিন শাওন সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্য, স্কুলগুলোর প্রতিনিধিগণ ও অংশগ্রহণকারী সকলের অবদান রয়েছে।

  • বিজয় উৎসবে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করল মানব কল্যাণ পরিষদ

    বিজয় উৎসবে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করল মানব কল্যাণ পরিষদ

    আলোরধারা ডেস্ক:
    আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে সাথে থাকুন পাশে পাবেন স্লোগানে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ২৩ ডিসেম্বর সোমবার দিনব্যাপী নারায়ণগঞ্জ শহরের চৌরঙ্গি পার্কে বিজয় উৎসব করেছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ। অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একজন বিধবা নারীকে সেলাই মেশিন ও একজন বেকারগ্রস্থ পুরুষকে আর্থিক অনুদান হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

    সরকারি ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারপ্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বিজয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আ ফ ম মশিউর রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ই আ ম মাসুদ মজুমদার, যুব প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর ও জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র। সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েসের স্বাবলীল উপস্থাপনায় মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিজয় উৎসবে আরো উপস্থিত ছিলেন মডেল গ্রুপের মানবিক যোদ্ধা মোঃ মনির সরদার, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রিফাত, প্রসিকিউটর ফৌজিয়া রহমান নিলিম, জয়িতা পুরস্কারপ্রাপ্ত সংগঠক জান্নাতুল ফেরদৌসী ঝুনু, অস্বচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মাসুদ চৌধুরী, আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মাস্টার মোঃ সেলিম, তরুন নারী উদ্যোক্তা ইলমা আক্তার মিতু সহ বিভিন্ন সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা ও নারী উদ্যোক্তা এবং স্বেচ্ছাসেবীগণ। আনন্দ বিনোদনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও যাদু প্রদর্শন করেন যাদু শিল্পী কবির প্রধান। অনুষ্ঠানে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সফল শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয় এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে শুভেচ্ছা উপহার সহ বিভিন্ন শ্রেণি পেশার গুণী ব্যক্তিদের বিজয় উৎসবের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও র‌্যাফেল ড্র এর মধ্যে নরসিংদী সাকিয়া জামান, মাদারীপুরের মৌসুমী ও নারায়ণগঞ্জের সাফিনা শরীফ হিরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার গ্রহণ করেন। পরিশেষে মানবিক যোদ্ধা, সংগঠক, স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তারা সংগঠনের কর্মসূচীগুলো বাস্তবায়নের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা চেয়ে সেবার মান বৃদ্ধি করার জন্য মানব কল্যাণ পরিষদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • শীতলক্ষ্যা নদীর মাটি কেটে বিক্রি করার সময় জনতা কর্তৃক মাটি ভর্তি ট্রাক আটক

    শীতলক্ষ্যা নদীর মাটি কেটে বিক্রি করার সময় জনতা কর্তৃক মাটি ভর্তি ট্রাক আটক

    আলোরধারা ডেস্ক:

    বন্দরে দিন দুপুরে  শীতলক্ষ্যা নদীর মাটি কেটে ট্রাক যোগে অন্যত্র স্থানে বিক্রি করার সময় স্থানীয় জনতা মাটি ভর্তি একটি ট্রাক আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় ছিচকে সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদসহ তার চেলাচামুন্ডারা স্থানীয় জনতাসহ পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রান রক্ষার্থে কৌশলে পালিয়ে যায়।

    রোববার (১০ নভেম্বর)  বিকেল ৫টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী এলাকা থেকে মাটি ভর্তি ট্রাকটি  আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

    স্থানীয় এলাকাবাসী তথ্যসূত্রে জানাগেছে, বন্দর থানার দেউলী এলাকার কুখ্যাত সন্ত্রাসী আমজাদ হোসেন ওরফে বল্টু আমজাদ ও  একই এলাকার রনীসহ তাদের তাদের সাঙ্গপাঙ্গরা দীর্ঘ দিন ধরে শীতলক্ষ্যা নদী পাড়ে অবাধে ভাবে মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল।  প্রতিদিনের ন্যায়  রোববার বিকেলে কুখ্যাত সন্ত্রাসী আমজাদ হোসেন ওরফে বল্টু আমজাদের নেতৃত্বে একই এলাকার অপর সন্ত্রাসী রনীসহ তার সাঙ্গপাঙ্গরা উল্লেখিত স্থান থেকে মাটি কেটে ঢাকা মেট্রো ড ১১-৩৭১৬ নাম্বার ট্রাকযোগে মাটি বিক্রি করার সময় স্থানীয় জনতা উক্ত গাড়ীটি আটক করে বন্দর থানা পুলিশ সোর্পদ করে।

     

  • বন্দরে সেফটি ট্যাংকি বিস্ফোরণ

    বন্দরে সেফটি ট্যাংকি বিস্ফোরণ

    আলোরধারা ডেস্ক:

    বন্দরে একটি দ্বিতল  ভবনের সেফটি ট্যাংকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন প্রানহানী খবর পাওয়া না গেলেও ১টি মুদী দোকান ব্যাপক  ক্ষতিগ্রস্থ হয়ে প্রায় ১০ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দোকান মালিক এ কথা জানিয়েছে। 

    সোমবার রাত ২টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকায় জনৈক ফিরোজ মিয়ার বিল্ডিং এ ঘটনাটি ঘটে। দূঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করলেও বন্দর ফায়ার সার্ভিস র্দূঘটনাস্থলে আসেনি বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে।

    এ ব্যাপারে দোকান মালিক সুমন চন্দ্র দাস বাদী হয়ে ভবন মালিক ফিরোজ মিয়াকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

    এ ঘটনায় সোমবার সকালে ভবন মালিক ক্ষতিপূরণের আশ্বাস দিলে রাতে ক্ষতিপুরন দিবেনা বলে জানালে এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

  • সিদ্ধিরগঞ্জে সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

    সিদ্ধিরগঞ্জে সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

    আলোরধারা ডেস্ক:

    নারাণয়গঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানিমুখি পোশাক কারখানার মালামাল চুরি ও কর্মচারিদের মারধরের ঘটনায় সাবেক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    স্টিচ বিডি নিটওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানার এইচআর এন্ড কমপ্লায়েন্স ম্যানেজার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ গ্রেপ্তারের পর দুপুরে আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতের বিচারক শুনানী শেষে ৫শত টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার স্টিচ বিডি নিটওয়্যার নামক পোশাক কারখানা হতে গত ২৭ অক্টোবর রাতে রপ্তানি যোগ্য পোশাক বোঝাই একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম,-১১-৬৯৭১) জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় দেলোয়ার হোসেন খোকনসহ তার সহযোগীরা। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

    এসময় সেই গাড়ীর চালক ও তার সহযোগীকে মারধর ও কভার্ডভ্যানটিকে ভাংচুরের বিষয়টিও মামলায় উল্লেখ করা হয়।  কাভার্ড ভ্যান ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ হাজার টাকা। এছাড়া ওই পোশাক কারখানার ব্যাবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

    মামলায় অন্য আসামীরা হলো, মোঃ নুরুজ্জামান (৩০), মোঃ দিদার (২৫), মোঃ ডাবুল (২৮), মোঃ বাবুল (৩০)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করা হয়।
    এদিকে খোকনের বেশ কয়েকজন সমর্থক দাবী করেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে খোকনের অংশ গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ৮নং ওয়ার্ডের কিছু যুবদলের নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা দায়েরে সহযোগীতা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

    দীর্ঘ পনেরো বছর আওয়ামীলীগ আমাদের নেতাকর্মীদের বিভিন্ন রকম হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন করেছে। এখন নিজ দলের কিছু নেতা নিজেদের স্বার্থ হাসিলের জন্য নতুন করে ষড়যন্ত্র করছে।