Category: অন্যান্য

  • ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

    ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

    দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের অধীনে থাকা ১২২টি কারখানা এখনো শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি। এখনো ঈদ বোনাস দিতে পারেনি ৭২৩টি পোশাক কারখানা। জানুয়ারি বা তারও আগের বেতন বকেয়া রয়েছে ৩০টি কারখানায়। শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

    শিল্প পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং বেপজার অধীন মোট দুই হাজার ৮৯০টি পোশাক কারখানা বর্তমানে চালু রয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টা পর্যন্ত ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে দুই হাজার ৭৬৮টি প্রতিষ্ঠান। আরও ৩০টি কারখানার শ্রমিকদের জানুয়ারি বা তার পূর্ববর্তী মাসের বেতন বকেয়া রয়েছে।

    চলতি মার্চের জন্য ৪২২টি কারখানা শ্রমিকদের অর্ধেক বেতন অগ্রিম পরিশোধ করেছে। শ্রমিকদের বেতন পরবর্তী মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে পরিশোধের কথা থাকলেও এখনো কিছু কারখানা তা মানতে পারেনি। যদিও শ্রম আইন অনুযায়ীই এ বিধি রয়েছে।

    তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ২ হাজার ১৬৭টি কারখানা এরই মধ্যে ঈদুল ফিতরের বোনাস পরিশোধ করেছে। এখনো ৭২৩টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করতে পারেনি, যা মোট কারখানার প্রায় ২৫ শতাংশ।

    শিল্প পুলিশ সূত্র জানায়, পাটকলসহ অন্য শিল্প কারখানাগুলো মিলিয়ে দেশের মোট ৯ হাজার ৬৯৫টি কারখানার মধ্যে ঈদুল ফিতরের বোনাস পরিশোধ করেছে ৬ হাজার ৬৭৩টি প্রতিষ্ঠান। যার মধ্যে মার্চের বেতন পরিশোধ করেছে এক হাজার ৮৩৫টি কারখানা। এখনো ৭ হাজার ৮৬০টি কারখানায় মার্চের বেতন বকেয়া রয়েছে। এটি মোট কারখানার প্রায় ৮১ দশমিক ৭ শতাংশ।

    অন্যদিকে, সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসব কারখানার মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না।

    নিষেধাজ্ঞার বিষয়ে গত মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে।

    নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবো- বলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

  • বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

    বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

    নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে নিজ নাবালিকা মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন।

    বুধবার (২৬ মার্চ) দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    অভিযুক্ত আলাল উদ্দিন (৫৫) দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক।

    মামলার লিখিত অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, তার স্বামী আলাল দীর্ঘদিন ধরে তাদের ১৫ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করে আসছিলেন। পাঁচ মাস আগে তিনি মেয়ের গলায় ছুরি ধরে ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার একই কাজ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার ভয় দেখাতেন। ভয়ে তার মেয়ে বিষয়টি এতদিন গোপন রাখে।

    সম্প্রতি মেয়েটির গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দেয়। পরে ক্লিনিকে নিয়ে পরীক্ষায় সে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর অভিযুক্ত বাবা কৌশলে মেয়েকে ময়মনসিংহের একটি ক্লিনিকে নিয়ে গিয়ে সবার অগোচরে গর্ভপাত করান।

    ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, তার স্বামী রাতে তার সঙ্গেই ঘুমাতেন। কিন্তু মাঝরাতে ঘুম ভাঙলে তিনি তাকে বিছানায় খুঁজে পেতেন না। কয়েক দিন আগে বড় মেয়ের কাছ থেকে তিনি এই ঘটনা জানতে পারেন। তিনি আরও বলেন, এই বিষয়ে কথা বলতে গেলে তার স্বামী তাকে ও মেয়েকে মারধর করেন। তিনি এই জঘন্য কাজের ন্যায়বিচার চান।

    দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • ঈদে ফিরতি যাত্রায় ৬ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার

    ঈদে ফিরতি যাত্রায় ৬ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার

    আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আগামী ৬ এপ্রিল যারা ভ্রমণ করতে চান তাদের আগামীকাল টিকিট ক্রয় করতে হবে।

    বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টায় চতুর্থ দিনের মতো ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই অনুযায়ী এই দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হবে।

    এর আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়। এছাড়া চাঁদ দেখার ওপরে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

    এছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।

    বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি এক জোড়া ট্রেন চালানো হবে; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে; ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে; ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

    এছাড়া ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

    এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

  • জিয়ার সৈনিক’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

    জিয়ার সৈনিক’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা: এনসিপি

    নোয়াখালীর হাতিয়ায় পথসভাকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং এনসিপির নেতাকর্মীদের ওপর ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’সহ একাধিক স্লোগান তুলে হামলা করে বিএনপি’র কিছু নেতাকর্মী হামলা করেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে দাবি করেছে এনসিপি।

    মঙ্গলবার (২৫ মার্চ) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে তারা জড়িত প্রত্যেককে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।

     

    বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি মনে করে, এই ধরনের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এই ধরণের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।

     

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এই হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি।

    এর আগে হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতারা। মিছিলটি বাংলা মোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে পুনরায় বাংলামটরে ফিরে যায়।

  • অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী বাবর আলী

    অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী বাবর আলী

    ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে আরোহণের পর এবার পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ আরোহণের লক্ষ্যে নেপাল যাচ্ছেন পর্বতারোহী ডা. বাবর আলী।

    নেপালের গণ্ডকী প্রদেশে অবস্থিত ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ শৃঙ্গটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে স্বীকৃত।

    পর্বত গাত্রের খাড়া ঢাল, তুষারধসের প্রবণতা এবং অনিশ্চিত আবহাওয়া- এই তিন মিলে এই পর্বতে আরোহণ পর্বতারোহীদের কাছে সব সময়ই কঠিন বলে বিবেচিত হয়ে এসেছে।

     

    আর এই ভয়ানক পর্বতে এটিই হতে চলেছে বাংলাদেশ থেকে প্রথম অভিযান, যা আয়োজন করছে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’।

     

     

    বাবর সফলভাবে অন্নপূর্ণা-১ শৃঙ্গে আরোহণ করতে পারলে এটি হবে তাঁর ৩য় আট হাজার মিটারের পর্বত অভিযান।

     

    শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানো হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিযানের ব্যবস্থাপক এবং ক্লাবটির বর্তমান সভাপতি ফরহান জামান। বক্তব্য দেন ভার্টিক্যাল ড্রিমার্স এর উপদেষ্টা শিহাব উদ্দীন এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়্যারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল।

     

     

     

     

    এই অভিযানে পৃষ্ঠপোষক হিসেবে বাবরের পাশে দাঁড়িয়েছেন ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল। দেশের পর্বতারোহণ মহলের পরিচিত মুখ ও পর্বত অনুরাগীরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বাবরের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা।

    পর্বতারোহণে ডা. বাবরের পথচলা শুরু ২০১৪ সাল থেকে। ট্রেকিং-এর জগতে হাতেখড়ি হয় ২০১০ সালে; পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথচলার মধ্যদিয়ে। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সাধারণ সম্পাদক তিনি। এই ক্লাবের হয়েই গত ১১ বছরে হিমালয়ের নানান শিখরে অভিযান করে আসছেন তিনি। ভারতের উত্তর কাশীর নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন ২০১৭ সালে। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) আরোহণ করেন বাবর। ২০২৪ সালে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (২৯,০৩১ ফুট) ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন। একই অভিযানে দুটি ৮ হাজার মিটার পর্বত আরোহণের কৃতিত্ব নেই আর কোনও বাংলাদেশি পর্বতারোহীর।

    প্রসঙ্গত, পৃথিবীতে সর্বমোট ১৪টি আট হাজার মিটার (২৬,২৪৬ ফুট) কিংবা তার অধিক উচ্চতার পর্বত আছে।

    সংবাদ সম্মলনে বাবর বলেন, ‘এভারেস্ট-লোৎসে অভিযানের পর থেকেই বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের ইচ্ছা পোষণ করছি আমি। অন্নপূর্ণা-১ অভিযান সে লক্ষ্যের দিকে আরও একটি পদক্ষেপ। ধীরে ধীরে বাকি পর্বতগুলোর চূড়া ছুঁতে চেষ্টা করব। তবে অন্নপূর্ণা-১ অভিযান নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। সামিটের সাথে পর্বতে প্রাণ হারানো আরোহীদের অনুপাত লক্ষ্য করলেই এই পর্বতের চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা করা যায়। বেশিরভাগ পর্বতারোহীই বিশ্বের উঁচু সব পর্বতে দেশের পতাকা হাতে দাঁড়ানোর স্বপ্ন দেখেন। আমিও এর ব্যতিক্রম নই। আমি সব সময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি বলেই অন্নপূর্ণা-১ এর মতো শৃঙ্গ বেছে নিয়েছি’।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (২৪ মার্চ) অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাবর। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানান সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা হয়ে তাতোপানির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দিন চারেকের ট্রেক শেষে পৌঁছাবেন অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হবে ওখান থেকেই।

    বেস ক্যাম্প থেকে ওপরের ক্যাম্পগুলোতে উঠা-নামা করে শরীরকে অতি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেবেন এই পর্বতারোহী। পুরো অভিযানে সময় লাগবে প্রায় ৪০ দিন। আবহাওয়া অনুকূলে থাকলে এ মাসের ৩য় সপ্তাহ কিংবা শেষ সপ্তাহে চূড়ায় আরোহণ হতে পারে বলে জানিয়েছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান।

  • দাউদকান্দিতে শিশুকে ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    দাউদকান্দিতে শিশুকে ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    কুমিল্লার দাউদকান্দিতে এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তাজিনদার সিং (৫০)।

    তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামের বাসিন্দা।

     

    বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে দাউদকান্দি উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের এক ব্যক্তির ভাড়াটিয়া বাসায় ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে।

     

    পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সিংগুলায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

    সকালে ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে নিজের কক্ষে নিয়ে যান তাজিনদার।  পরে ধর্ষণের চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করেন।

     

    দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

    এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • খিলক্ষেতের শিশুটি নির্যাতনের শিকার হয়েছে: ওসিসি সমন্বয়ক

    খিলক্ষেতের শিশুটি নির্যাতনের শিকার হয়েছে: ওসিসি সমন্বয়ক

    রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার ৬ বছরের শিশুটি বর্তমানে ভালো আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তার ফরেনসিক টেস্টসহ যাবতীয় টেস্ট করা হয়েছে।

    প্রাথমিক আলামত থেকে বোঝা যাচ্ছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।

     

    বুধবার (১৯ মার্চ) দুপুরে কথা হয় ওসিসির সমন্বয়ক ডা. সাবিনা ইয়াসমিনের সঙ্গে।

    তিনি জানান, বুধবার (১৯ মার্চ) সকালে শিশুটির ফরেনসিক, এক্সরেসহ আরও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

    তবে এখন শিশুটির অবস্থা ভালো আছে। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এটি প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে।

     

    মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়। পুলিশ তাকে থানায় নিয়ে আসার সময় খিলক্ষেত বাজার এলাকায় একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে ওই কিশোরকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হন। রাতেই ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

  • যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে: আফরোজা আব্বাস

    যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে: আফরোজা আব্বাস

    বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এগুলোর বিচারের জন্য প্রমাণের দরকার নেই, এদের তো হাতেনাতে ধরেছে। এদের জেলে নেওয়াও উচিত না, প্রকাশ্যে এদের ফাঁসি দেওয়া উচিত।

    আইনে কভার না হলে ইসলামিক আইনে করুক। যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে।

     

    রোববার (১৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্যাতনের শিকার শিশুর (ধর্ষণ চেষ্টার ভিকটিম) শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    আফরোজা আব্বাস বলেন, শেখ হাসিনার ১৭ বছরে এসব ধর্ষণ, গণধর্ষণের কোনো বিচার হয়নি।

    সেকারণেই এগুলো বেড়ে গেছে। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের রিমার স্বামীকে দেশনেত্রী খালেদা জিয়ার আমলে কীভাবে ফাঁসি দিয়েছিল।

    সেভাবে যদি হাসিনা কয়েকটা বিচার করতো তাহলে এগুলো হতো না। এ যে নরপশুগুলো এদের দুয়েকটার বিচার না হলে এরা ঠিক হবে না। মাগুরার শিশুটি মারা গেল, তার বিচারটা তাৎক্ষণিক হয়ে গেলে এ ঘটনাগুলো ঘটতো না। অথচ আমরা দেখেছি শেরপুরে, ময়মনসিংহে এরকম ঘটনা ঘটেছে। কুমিল্লায়তো একজনকে মেরেই ফেলেছে।

     

    তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমান এগুলো দেখার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। এসব পরিবারের কাছে তার বার্তা পৌঁছে দিতে যে, তারেক রহমান এসব পরিবারের পাশে আছেন।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল প্রমুখ।

  • সিদ্ধিরগঞ্জে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

    সিদ্ধিরগঞ্জে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ভাংচুর লুটপাট

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা‌র পাইনাদি স্কুল রোড তালতলা ক্লাব এলাকায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত গাজী ইসমাঈল হোসেনের সহদর বিএনপি নেতা গাজী আতাউর রহমান বাবুলের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

    ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ মার্চ) গাজী আতাউর রহমান বাবুল‌ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে , সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি (পাগলা বাড়ী) এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ মুজাহিদ (২০), জসিম উদ্দিনের ছেলে শাকিব (২২), জাহিদ কসাইয়ের ছেলে হিরা (২৫) ও একই এলাকার আল আমিন (২২) ও পাইনাদি স্কুল রোড তালতলা ক্লাব এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আবদুর রশিদ (৪৬)সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন আওয়ামী লীগের দুষ্কৃতিকারী গাজী আতাউর রহমান বাবুলের মালিকানা সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজির জিএস লিংক নামীয় ইন্টারনেটের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
    দীর্ঘদিন ধরে এ ব্যবসায় বাঁধা দিয়ে আসছে।

    আওয়ামী লীগের সময়কালে রাজনৈতিক প্রভাবে তারা বিভিন্ন অপকর্ম সহ আমাদের ব্যবসায় বন্ধ করার পায়তারা করেছিল। আমাকে ও আমার পরিবারের সদস্যদের হুমকি ধামকি ও ভয় ভীত প্রদর্শন করে।

    এরই ধারবাহিকতায় গত ৫ আগষ্ট সরকার পতনের পর হতে তারা প্ররোচনা করে। ১৫ মার্চ দুপুর সাড়ে বারোটায় তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী তালতলা ক্লাব সংলগ্ন রেখা ফার্মেসীতে ১৫ জন বৈহিরাগত সন্ত্রাসিদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সন্ত্র নিয়ে আমার বাসায় অনাধিকার প্রবেশ করে বাসার একাধিক স্থাপনা ভাংচুর করে।

    এসময় আমার দুই ছেলে গাজী সোহান (২৮), গাজী তরিকুল ইসলাম সাজিদ (২২), তাদের বাঁধা দিলে তাদের উপর আক্রমন করে। এসময় বিবাদীরা আমার ছেলেদের এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে।

    আমার রুমে প্রবেশ করে রুমের সকল আসবাবপত্র তছনছ করে ফেলে এবং আমার আলমীরাতে রাখা ৮ ভড়ি ওজনের স্বর্নালংকার ও ব্যবসার জন্য গচ্ছিত ২ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।

    সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এস‌ আই) মোহাম্মদ জাকিরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

    এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন আলম জানান, একটি বাড়িতে হামলা ভাংচুর বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ধর্ম উপদেষ্টা

    দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণে শরীয়াহ ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: ধর্ম উপদেষ্টা

    ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যাকাত, সাদাকা ও ওয়াকফের মতো ব্যবস্থার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে শরীয়াহ ব্যাংকিং। এটি দারিদ্র্য দূরীকরণ ও আয় বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    শনিবার (১৫ মার্চ) রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমানে ইসলামি ব্যাংকিং শুধু মুসলিম দেশেই নয়, বরং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশেও জনপ্রিয় হচ্ছে।

    আন্তর্জাতিক পরিসরেও এটি একটি নির্ভরযোগ্য ও লাভজনক ব্যাংকিং ব্যবস্থা হিসেবে বিবেচিত। সারা দুনিয়ায় ১.৮ ট্রিলিয়ন ডলার ট্রানজেকশন হয় এ ব্যবস্থায়।

    ড. খালিদ হোসেন বলেন, ইসলামিক ফিন্যান্স একটি ন্যায়সঙ্গত ও নৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, যা সুদের পরিবর্তে লাভ-ক্ষতির ভিত্তিতে লেনদেন করে। এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং যে কেউ ন্যায়সঙ্গত ও স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থার অংশ হতে পারে।

     

    ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার এবং সেন্ট্রোল শরীয়াহ বোর্ড ফেলোস ফোরামের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ শরীফ।

    এর আগে ধর্ম উপদেষ্টা নবনির্মিত ইনস্টিটিউট অব ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইকোনোমিক্স ভবনের ফলক উম্মোচন করেন।