আলোরধারা ডেস্ক:
সাংবাদিক ভূইয়া কাজল নারায়ণগঞ্জ ও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান
দেশের এই ক্রান্তিলগ্নে তবুও দেশ এগিয়ে যাচ্ছে , অনেক অনেক বাধা বিঘ্ন পেড়িয়ে চলে গেল ২০২৪ সাল। এই সালে অনেক ঘটনা ও সুন্দর সুন্দর মূহুর্তগুলো স্মৃতি হ’য়ে থাক। চাওয়া পাওয়ার মাঝে ও না পাওয়ার মাঝেও আমি আশা করি সবার জীবনেই পুরাতন বছরটি ভালভাবে অতিবাহিত হয়েছে । তবে আমার প্রিয় শহর ও দেশবাসীকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা । আগামী বছর হোক মনে রাখার মত। একটি বছর অনেক স্মৃতি অনেক মূহুর্ত আর শিক্ষা দিয়ে যায় । আর নতুন বছর নিয়ে আসে একরাশ নতুনের সম্ভাবনা । পুরাতন আর নতুনের মাঝে এই আমরা থাকি বেশ, সুখ দুঃখ সবটা নিয়ে । আমি আবারও এই সময়ে আমার নিজ শহর নারায়নগন্জ্ঞ ও পুরো দেশবাসীকে জানাই Happy new year 2025 .