আহসানুল হাবিব সোহাগ,বিনোদন রিপোর্টার :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড থেকে পরপর দুইবার নির্বাচিত সরকার দলীয় কাউন্সিলর আরিফুল হক হাসান।তরুন এ কাউন্সিলর সিটি নির্বাচনের আগেই ঘোষনা দিয়েছিলেন তিনি তাঁর ওয়ার্ড কে মাদকমুক্ত রাখবেন।কোনো ভাবেই যেনো মাদক ব্যবসা বিস্তার লাভ করতে না পারে সে ব্যাপারে তাঁর ছিল কঠোর নির্দেশনা। সম্প্রতি জানা যায়, মাদক সচেতনামূলক “কামব্যাক” নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচিত্রে এলাকার কাউন্সিলর চরিত্রে অভিনয় করেছেন আরিফুল হক হাসান।এ ব্যাপারে হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের সরকার মাদকের বিরুদ্ধে হার্ড লাইনে।মাদক শুধু একটি দেশ,জাতি,এলাকাকে ধ্বংস করে না।মাদক ধ্বংস করে একটি সাজানো গোছানো সমাজ ও পরিবারকেও।আমার মনে হয়েছে আমার নিজ এলাকাকে শুধু মাদকমুক্ত করলে হবে না।মাদকমুক্ত করতে হবে আমাদের পুরো দেশকে।কারণ এ দেশটা যে আমাদের। আমাদের সকলের স্লোগান এটাই তো হওয়া উচিত শুধু নিজ নিজ এলাকা নয় আসুন আমরা পুরো বাংলাদেশ থেকে মাদকের আগ্রাসন দূর করি।
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং সামাজিক জীবনে এর প্রভাবসহ ব্যক্তি ও পারিবারিক জীবনে এর ভয়াবহতা তুলে ধরে নির্মিত এই চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্য করেছেন আহসানুল হাবিব সোহাগ।পরিচালনা করেছেন তরুন নাট্য নির্মাতা আজাদ আল মামুন।
রূপগঞ্জের আশপাশে চিত্রাপুরী শুটিং স্পটে স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করা হয়েছে। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আপন ও মীর তুরাগ।এছাড়া আরও অভিনয় করেছেন শেলী আহসান ,দীপক কর্মকার,বাদল,হাসান,আপন,ফয়সাল,নয়ন,মরিয়ম সুলতানা নয়ন সহ আরো অনেকে।২৫ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি ১৫ সেপ্টেম্বর দুপুর ২:৩০ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তে প্রচার হওয়ার কথা রয়েছে।
Leave a Reply