ঢাকাMonday , 4 November 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. খেলা
  4. ধর্ম
  5. ফতুল্লা
  6. বন্দর
  7. বাংলাদেশ
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মাল্টিমিডিয়া
  11. রূপগঞ্জ
  12. লাইফস্টাইল
  13. শহরের বাইরে
  14. শিক্ষাঙ্গন
  15. সদর
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে আটক করেছে র‌্যাব-১১

Md Jahidul Islam
November 4, 2024 10:08 am
Link Copied!

আলোরধারা ডেস্ক:

সোনারগাঁয়ে যুবলীগ নেতা মো. জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার (২ নভেম্বর) রাতে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের যাত্রাবাড়ি থানা, ফতুল্লা থান ও সোনারগাঁও থানায় পৃথক ৩টি মামলা রয়েছে।

 

আটককৃত মো. জাহিদুল ইসলাম উরফে স্বপন ফতুল্লার বড় নগর এলাকার ওয়ালি উল্লাহ মিয়ার ছেলে। সে সোনারগাঁও থানা যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক’র দায়িত্ব পালন করছেন।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত চলমান ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে’ সোনারগাঁওয়ে কুখ্যাত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসাবে পরিচিত যুবলীগ নেতা মো. জাহিদুল ইসলাম ওরফে স্বপন, ফতুল্লার লিংক রোড ভুঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় তার সহযোগীদেরকে নিয়ে। আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করার উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ে। ছাত্র ও জনতার শান্তিপূর্ণ আন্দোলন বিফল করার জন্য আসামীগণ একত্রিত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমন করে। পরে আটককৃতর উস্কানি ও তার মদদে তার সহযোগী অন্যান্য আসামীরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যানবাহন, বাস স্টেশনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নি সংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। আসামীর এরূপ সন্ত্রাসী কর্মকান্ডের ফলে সাধারন জনগণ গুরুতর আহত হওয়াসহ প্রানহানীর শিকার হয়।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা তৈরি করে সোনারগাঁও এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল। তার এই সব অপকর্মের জন্য ২০১৮ সালে তাকে দল হতে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে সে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর সাথে সখ্যতা তৈরি করে। এমপি কায়সার ও তার পিএস মাসুম’র প্রকাশ্যে মদদে স্বপন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ ভূমিদস্যুতা শুরু করে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট ছিল। কিন্তু প্রকাশ্যে এলাকার মানুষ তার বিরুদ্ধে কথা বলা সাহস পেত না। তার এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো, মারধরসহ অমানসিক নির্যাতন করত।

তারই ধারাবাহিকতায় স্বপনকে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।