চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুর বাজারে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) রাতে নিহত মাসুদের বাবা এজাবুল হক বাদী হয়ে নাচোল থানায় মামলাটি করেন।
এদিকে হত্যাকাণ্ডের পর আটক দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে নিহত হন একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হয়েছেন চারজন।
ওসি আরও জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর আটক আজিজুল ও তাসিমকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহীন আলীর মধ্যে পূর্ববিরোধের জেরে অনুষ্ঠান চলাকালে শাহীন আলীর লোকজনের ছুরিকাঘাতে নিহত হন মাসুদ ও রায়হান। মামলাটি গুরুত্ব সহকারে তদন্তের বিষয়টি জানান তিনি।