Monday , 16 December 2024 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. খেলাধুলা
  8. ধর্ম
  9. নারায়ণগঞ্জ
  10. ফতুল্লা
  11. বন্দর
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিক্টোরিয়া হাসপাতাল

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক

প্রতিবেদক
AlorDhara24
December 16, 2024 10:44 am

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান টিটু (৪০) নামে ট্রাকের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের চালকসহ তিনজন।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ঝারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ট্রাক চালক হাবিবুর রহমান টিটু ঝিনাইদহের কালীগঞ্জের আনসার মোল্লার ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ  জানান, ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরার মাহমুদাবাদ ঝারতলা এলাকায় জৈবসার বোঝাই ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত ও বাসের চালকসহ তিনজন আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।

 

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বলেন, দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে হাইওয়ে পুলিশ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত