Monday , 16 December 2024 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. খেলাধুলা
  8. ধর্ম
  9. নারায়ণগঞ্জ
  10. ফতুল্লা
  11. বন্দর
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিক্টোরিয়া হাসপাতাল

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

প্রতিবেদক
AlorDhara24
December 16, 2024 10:39 am

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় হিরা বেগম (৪৫) নামে এক নারী নিহত ও তার স্বামী সাজ্জাদুল ইসলাম আহত হয়েছেন। হাতহতদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ছাতিয়ান হাওড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এতথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, সাজ্জাদুল আলম ও তার স্ত্রী মোটরসাইকেলে করে মটমুড়াতে জামাই বাড়ি যাচ্ছিলেন। ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এসময় পেছনে বসা হিরা বেগম সড়কে পড়ে গেলে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন স্বামী সাজ্জাদুল আলম।

 

 

স্থানীয়রা আহত সাজ্জাদুলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।
ওসি বানী ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ