পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।
এ ব্যাপারে সকল পর্যায়ের প্রার্থীদের ও তাদের এজেন্ট এবং ভোটারদের সহযোগিতা কামনা করেছেন জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান।
বৃহসপতিবার (২১ মার্চ) জেলা প্রশাসক দরবার হলে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে পঞ্চম উপজেলা নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা।
সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য নির্বাচন দাবী করে প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্দ্র প্রার্থী খান মোঃ আবু বকর সিদ্দিকী (কাপ-পিরিচ), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গাজী আতাহার উদ্দিন আহম্মেদ (নৌকা), গলাচিপা উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুহম্মদ সাহিন (নৌকা) ও স্বতন্ত্র প্রর্থিী মোঃ সামসুজ্জামান লিকন(আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নিজাম উদ্দিন তালুকদার(টিউবওয়েল), দশমিনা উপজেলার আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল আজিজ(নৌকা), স্বতন্ত্র প্রার্থী এমএ আবুল বাসার ডাবলু(দোয়াত-কলম) ও আবু বকর সিদ্দিক (কাপ-পিরিচ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ ফাতিমা বিবি(ফুটবল)। বাউফলের স্বতন্ত্র প্রার্থী মোঃ মজিবুর রহমান(ঘোড়া)। কলাপাড়া উপজেলার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এসএম রাকিবুল আহসান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোঃ আখতারুজ্জামান (আনারস)। পটুয়াখালী সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ গোলাম সরোয়ার(নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ(কালাম মৃধা) (কাপ-পিরিচ)।
সভায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন প্রচারনায় সরকার দলীয় প্রার্থী ও সমর্থকদের কর্তৃক হয়রানীসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য নির্বাচন দাবী করেন।
Leave a Reply