ঢাকাSunday , 15 December 2024
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. ধর্ম
  6. ফতুল্লা
  7. বন্দর
  8. বাংলাদেশ
  9. বিনোদন
  10. বিশ্ব
  11. মাল্টিমিডিয়া
  12. রূপগঞ্জ
  13. লাইফস্টাইল
  14. শহরের বাইরে
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মচারী, পাবেন পেনশনাররাও: জনপ্রশাসন সচিব

AlorDhara24
December 15, 2024 8:31 am
Link Copied!

সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সিনিয়র সচিব বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। পেনশনাররাও পাবেন।

মহার্ঘ ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মোখলেস উর রহমান বলেন, কমিটিতে আমি আছি, অর্থ সচিব ও লেজিসলেটিভ বিভাগের সচিব আছেন।

‘সরকার শুধু সিদ্ধান্তই নেয়নি, একটা কমিটিও করে দিয়েছে।

যে কমিটিতে আমিও আছি। এজন্য আমি আপনাদের মাধ্যমে সব শ্রেণীর সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই, যেহেতু পে-কমিশন করা একটা দীর্ঘ সময়ের ব্যাপার।

অন্তর্বর্তী সময়ের জন্য একটা মহার্ঘ ভাতা কমিটি হয়েছে। আমরা সামনের সপ্তাহের প্রথম মিটিং করব, এখানে একটা স্ট্র্যাটেজি অথবা কৌশল ঠিক করবো, কীভাবে আপার লিমিট থেকে লোয়ার লিমিট ঠিক করে, ইনক্লুডিং পেনশনার। এবার যেন পেনশনাররা মহার্ঘ ভাতা পান, সে ব্যাপারে সরকার একমত। ’

 

সিনিয়র সচিব বলেন, এটা খুবই একটা সময়োপযোগী সিদ্ধান্ত, যেন মহার্ঘ ভাতা দেওয়া যায়। আমাদের চেষ্টা থাকবে ফাস্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া। সরকারকে সাজেশন দিলে সরকার ইমপ্লিমেন্ট (বাস্তবায়ন) করবে। এটা যত তাড়াতাড়ি করা যায় তত মঙ্গল।

মহার্ঘ ভাতা কি সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমন প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, অবশ্যই। মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই তো কমিটি গঠন করেছে।

কত শতাংশ দেওয়া হবে- সি বিষয়ে তিনি বলেন, সেটা এই কমিটি সুপারিশ করবে। একটা আপার লিমিট এবং একটা লোয়ার লিমিট দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে।

মোখলেস উর রহমান বলেন, আপনার জানেন অফিসারের স্কেল এবং স্টাফের স্কেল সমান না, এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে যে স্টাফদের একটু বেশি হতে পারে। এটা একটা বিষয় থাকতে পারে।

সিনিয়র সচিব বলেন, আগে কখনো এটা ছিল কি না, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পেনশনাররাও যেন বেনিফিট পায়। কারণ পেনশনাররা এমনি যখন যান চিকিৎসা, এটা-সেটা, টাকা-পয়সা, ভাড়া; পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে পার্ট-টাইম অনেক কিছু করতে পারে। কিন্তু পেনশনাররা এমনি অসুস্থ, বয়স্ক। তাদের মেডিসিন কস্ট (চিকিৎসা খরচ) প্রতি মাসে অনেক বেশি লাগে।

‘একেবারে পিওন থেকে হায়েস্ট লেভেল কেবিনেট সেক্রেটারি পর্যন্ত সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হতে পারে- অফিসারদের জন্য একটু কম যেন ব্যালান্সিং হয়। ’

এই কমিটি কত দিন কাজ করবে- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমরা যদি সামনের সপ্তাহে বসি তাহলে দুইটা-তিনটার বেশি মিটিং লাগবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।