Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

মাসুদুজ্জামানের পক্ষে মাঠে নামলেন ধানের শীষে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

প্রতিবেদক
AlorDhara24
November 5, 2025 2:33 pm

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পাবার আগ থেকে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বড় একটি অংশ সমাজসেবক, ক্রীড়ানুরাগী ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে কাজ করছিলেন। দলের ৩১ দফা বাস্তবায়নে মাসুদুজ্জামানের পক্ষে শহর-বন্দরের অলিগলি ঘুরে বেড়িয়েছেন তারা। ধানের শীষের মনোনীত প্রার্থী ঘোষণার পর দলের নির্দেশনা অনুযায়ী কোনো আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ থেকে মাসুদুজ্জামান বিরত থাকলেও তার পক্ষে দলের নেতা-কর্মীরা ধানের শীষের প্রচার ইতোমধ্যে শুরু করে দিয়েছেন।

বন্দরে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে প্রচারণায় নামতে দেখা গেছে বন্দর থানা ও উপজেলার দুই সভাপতিকে। মাসুদুজ্জামানের পক্ষে প্রচারে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী সহ বন্দরের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। হিরণ ও শাহেন শাহ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ঘনিষ্ঠ হলেও তাদের মাসুদুজ্জামানের পক্ষে প্রচারণায় দেখা যাওয়াতে ধানের শীষের পক্ষে বিএনপি ঐক্যবদ্ধ এমন বার্তা পাওয়া গেছে। কেননা, চূড়ান্তভাবে তালিকা ঘোষণার আগ পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাখাওয়াত-টিপু। তবে, মনোনয়ন চূড়ান্ত হবার পর মহানগর বিএনপির দুই শীর্ষ নেতাকে মাঠে দেখা না গেলেও তাদের অনুসারীরা দলের প্রার্থীর পক্ষেই কাজ শুরু করেছেন।

এক সময়ে যুবদলের রাজনীতিতে জড়িত থাকা মাসুদুজ্জামান ব্যবসায়ে মনোনিবেশ করলেও দলের প্রতি তার আনুগত্য বজায় রাখেন। বিগত সময়ে তিনি বিএনপি ও সমমনা সংগঠনের নেতা-কর্মীদের পাশে ছিলেন। দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে থাকা এ ব্যবসায়ী নেতা গত বছরের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও ভূমিকা রাখেন। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী হবার আশাবাদ ব্যক্ত করেন। তার পোর্টফোলিও দলের হাইকমাণ্ডকে আকৃষ্ট করে এবং নির্দেশনা আসে বিএনপির মূলদলে আনুষ্ঠানিকভাবে যোগদানের।গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মাসুদ। আসনটিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কয়েকজন শীর্ষ নেতাও মনোনয়ন প্রত্যাশীর তালিকায় থাকলেও তুলনামূলক ক্লিন এবং বিতর্কহীন ইমেজের কারণে মনোনীত হন মাসুদুজ্জামান।

দল থেকে নির্বাচনের আকাঙ্ক্ষা প্রকাশের পর থেকেই বিএনপির তৃণমূলে ব্যাপক সাড়া পান মাসুদুজ্জামান। বিগত কয়েক বছর ব্যবসার কারণে রাজনীতির মাঠে সরাসরি সক্রিয় না থাকতে পারলেও বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকের সঙ্গে ছিল তার যোগাযোগ। তাদের বিপদে-আপদে পাশে থাকার প্রতিদান হিসেবে মাসুদুজ্জামানের পক্ষে প্রচারে ঝাপিয়ে পড়ে তৃণমূল। এমনকি আসনটিতে মনোনয়ন প্রত্যাশী কয়েকজন নেতাকেও তার যোগ্যতার নিরিখে প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়ে মাসুদের পক্ষে কাজ করতে দেখা গেছে। মনোনয়ন পাওয়া নেতাদের তালিকা ঘোষণার পর মাসুদের পক্ষে নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হয়েছেন।

আসনটিতে মাসুদুজ্জামান ছাড়াও দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও শিক্ষক আলিয়ার হোসেনসহ আরও কয়েকজন।

বিএনপির তৃণমূলের ভাষ্য, শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবায় আবদান রাখা মাসুদুজ্জামান সাধারণ মানুষের কাছেও পরিচিত এক মুখ। বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরাও তার অবদানের কথা ভুলবে না। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেপথ্যে থেকে নানাভাবে দল ও দলের নেতা-কর্মীদের সহযোগিতা করেছেন। গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্র-জনতার পক্ষে ভূমিকা রেখেছেন তিনি। সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। দল সঠিক ব্যক্তি মূল্যায়ন করাতে নেতা-কর্মীরাও উজ্জীবিত। দলের বৃহৎ স্বার্থে দলের সবাই ধানের শীষের পক্ষে কাজ করছেন।

সর্বশেষ - শহরের বাইরে

আপনার জন্য নির্বাচিত

অটোচালকদের উপরে হামলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ।

দ্য সাউন্ড অন: বিশ্বব্যাপী মিউজিক ও মিডিয়া ডিস্ট্রিবিউশনের নতুন সম্ভাবনা

সোনারগাঁয়ে বিএনপির ব্যতিক্রমী আলোচনা সভা “টক টু দি পয়েন্ট” অনুষ্ঠিত

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের মামলায় নতুন ধারা সংযোজন

পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়েন না: পরিবেশ উপদেষ্টা

জেলা প্রশাসকের পক্ষ থেকে কেক কেটে আরিবাহ্ ইসলামের জন্মদিন পালন সহ উপহার প্রদান

দেওভোগে মসজিদে ডাকাতি ! খাদেম রক্তাক্ত আহত

ভারতীয় গণমাধ্যমের দাবি মোদীর সঙ্গে একই গাড়িতে চড়তে চেয়েছেন পুতিন

আমাদের দায়িত্ব নারায়ণগঞ্জের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, এই অঞ্চলকে উন্নত ও সমৃদ্ধ করা : সাদরিল

যুগের পর যুগ রিয়া ও সুমাইয়ার নাম থাকবে –উপদেষ্টা শারমীন এস মুরশিদ