মেহেরপুর সীমান্তে থেমে থেমে নারী শিশুসহ ৮৯ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এর মধ্যে গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে নারী-পুরুষসহ ৩০ জন ও কাথুলী সীমান্তে শিশু, তৃতীয় লিঙ্গের সদস্য এবং নারী-পুরুষসহ ৩০ জন এবং মুজিবনগর সীমান্তে নারী-পুরুষসহ ২৯ জন সর্বমোট ৮৯ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
শনিবার (২৫ অক্টোবর) বিভিন্ন সময়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধীনস্থ কাথুলী, কাজিপুর ও চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধীনস্থ মুজিবনগর এবং ভারতের বিএসএফ এর মধ্যে সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তে কাথুলী কোম্পানি দপ্তরের কমান্ডার সুবেদার মিজানুর রহমান ও ভারতের নদীয়া জেলার তেহট্টি থানার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের তেইনপুর কোম্পানি সদর দপ্তরের কমান্ডার এসি আনচ কুমারের নেতৃত্বে এক পতাকা বৈঠকের মাধ্যমে মেইন পিলার ১৩২/২ এস হতে বাংলাদেশের ৫ গজ ভারতে অভ্যন্তরে তেইনপুর নামক স্থানে ৩০ বাংলাদেশি নাগরিকের নথিপত্রসহ বিজিবির নিকট হস্তান্তর করা হয়।
পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন— যশোরের ঝিকরগাছা উপজেলার পুরনধারপুর গ্রামের আব্দুল লতিফ শেখের মেয়ে রাবেয়া বেগম (৫৭), একই জেলার কালিগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের আক্তার মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (২০), মেয়ে আয়েশা খাতুন (২৫), সদর উপজেলার মুখ গ্রামের সেকেন্দার শিকদারের ছেলে শানু শিকদার (৫৭), শুভহারা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী আরিফা সুলতানা (৩৫) বাঘারপাড়া উপজেলার কলারোয়া গ্রামের বাবু শেখের ছেলে সুমন (২৭), একই গ্রামের ইউসুব শেখের ছেলে ঈমান আলী (২১), পাবনা সদর উপজেলার বাগুডাঙ্গা গ্রামের মোস্তফা মোল্লার ছেলে ইসনাল (৪৫), ঈশ্বরদী গ্রামের আব্দুল মালিক মানিকের ছেলে সাগর (২৮), একই গ্রামের আসাদুল ইসলামের মেয়ে শাপলা খাতুন (২৬), ঢাকার তেজগাঁওয়ের তেকুনঞ্জপাড়া গ্রামের নজির আহমদের ছেলে রুমি (৩৬), নড়াইলের কালিয়া উপজেলার জামিরডাঙ্গা গ্রামের সাদ্দাম হোসাইন শেখের স্ত্রী সুমি (৩২), ছেলে ইব্রাহিম (৯), অপর ছেলে হামজা (৬), মেয়ে আয়েশা (৬), অপর মেয়ে আমেনা (২), একই গ্রামের মাজাহার শেখের স্ত্রী মরিয়াম (৬৫), লোহাগাড়া উপজেলার লায়েক শেখের স্ত্রী ইতি খানম (২৭), মেয়ে আশারা মেহের জাবিন (৪), একই উপজেলার বিষ্ণপুর গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে রাজু (২৮), সদর উপজেলার তুলারামপুর গ্রামের মৃত উলারের স্ত্রী পারভিন বেগম (৪৬), খুলনার দিঘলিয়া উপজেলার এতিম মোল্লার ছেলে আলী শেখ (৩৫), ছেলে আতিয়ার শেখ (৬), সাতক্ষীরার কলারোয়া উপজেলার আশুলিয়া গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী সুফিহা (৪২), নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার হাজিগঞ্জ গ্রামের শাহ আলমের স্ত্রী শাবনুর (৩২), ছেলে মেজবাহ খান (৬ মাস), জামালপুরের মিরান্দাহ উপজেলার আশিপাল গ্রামের আব্দুল সাদ্দাম শেখের স্ত্রী রহিমা বেগম (৬৫), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শুপ্তগ্রামের রাশেদ ফকিরের মেয়ে সীমা (৩০), অপর মেয়ে রুমা খানম (২৮) ও একই উপজেলার কাগজ পুকুর গ্রামের জুয়েল মোল্লার মেয়ে হাফিজা আক্তার (২২)।
আবার, শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭ এমপি আট কবর নামক স্থানে জি আর-৭১৫৫০১ ম্যাপশিট-৭৯এ/৯, ১৪ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।



















