“জাগ্রত হোক মানবতা, জয় হোক তারুণ্যের”এই স্লোগানকে ধারণ করে সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার নিবন্ধন-পরবর্তী শুভসূচনা অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর আয়োজনে।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের হলরুমে এ আয়োজন হয়। এতে রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, সাংবাদিক এবং তরুণ প্রজন্মের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার নারায়ণগঞ্জ জেলার আঞ্চলিক প্রতিনিধি ও সনমান্দী জনকল্যাণ সংস্থার উপদেষ্টা মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূঁইয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ইসলামী সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সোনারগাঁ বেফাক আঞ্চলিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন খাঁন,যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।
উদ্বোধক মনিরুজ্জামান মনির বলেন, “তারুণ্যের শক্তি ও মানবিক চেতনা একত্রিত হলে সমাজ পরিবর্তন অনিবার্য। এই সংস্থা তরুণদের স্বপ্ন ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।”
প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন, “তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ। আপনাদের উদ্যম ও দায়িত্ববোধ সোনারগাঁকে বদলে দিতে পারে।”
প্রধান আলোচক আতাউর রহমান বলেন, “আজকের এই নিবন্ধন কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি একদল তরুণের অঙ্গীকার।‘আমরা বদলাতে চাই সমাজকে, গড়তে চাই মানবিক সোনারগাঁ।”
প্রিন্সিপাল ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “মানবতা, ঐক্য ও ভালোবাসার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব। এই সংস্থার কার্যক্রম সেই দিকেই এক শক্তিশালী পদক্ষেপ।”
বিশেষ অতিথি মাওলানা মহিউদ্দিন খাঁন বলেন, “তরুণ প্রজন্ম যদি আলোর পথে থাকে, তাহলে সমাজ আলোকিত হয়। মানবিক সমাজ গঠনে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধই হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই সংগঠন তরুণদের সেই মূল্যবোধে অনুপ্রাণিত করবে—এটাই প্রত্যাশা।”
সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূঁইয়া বলেন, “ইতিবাচক পরিবর্তন আনতে সবচেয়ে বড় শক্তি হলো তরুণ প্রজন্ম। আজকের এই সূচনা একটি নতুন স্বপ্নের যাত্রা—এই তরুণদের হাত ধরেই গড়ে উঠবে মানবিক ও উন্নত সোনারগাঁ।”
অনুষ্ঠানের শেষে অতিথিরা নবনিবন্ধিত সংস্থার সফলতা কামনা করেন এবং মানবিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বিশ্বাস প্রকাশ করেন—এই তরুণ প্রজন্মই পরিবর্তনের দূত হয়ে সোনারগাঁকে রূপান্তরিত করবে মানবিক ও আলোকিত জনপদে।