নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টিপর্দী এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সম্প্রতি নোয়াগাঁও ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ আয়োজনের জের ধরে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
করিম রহমান অভিযোগ করে বলেন,“আমার প্রিয় দল বিএনপি ও আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একশ্রেণির মহল সাংবাদিকদের ভ্রান্ত তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও থানায়ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করছে। এর মাধ্যমে তারা আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন,“আমি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি। স্বৈরাচারী শেখ হাসিনার আমলে একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছি। অথচ এখন আমাকে চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে প্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।”
সংবাদ সম্মেলনে করিম রহমান অভিযোগ করেন, স্থানীয় মাদক ব্যবসায়ী জলিল, জাতীয় পার্টির নেতা আনোয়ার মেম্বার ও মনির মেম্বার পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমার বিরুদ্ধে যদি একটি অভিযোগও প্রমাণিত হয়, আমি স্বেচ্ছায় রাজনীতি থেকে পদত্যাগ করব।”আমার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে আইনাগত ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি এ সময় গণমাধ্যমকর্মীদের কাছে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

                    








                                    
                                    
                                    
                                    








