Thursday , 12 December 2024 | [bangla_date]
  1. Alor Dhara24 News
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. এন আই সি ইউ
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. খেলাধুলা
  8. ধর্ম
  9. নারায়ণগঞ্জ
  10. ফতুল্লা
  11. বন্দর
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিক্টোরিয়া হাসপাতাল

আড়াইহাজারে কোর্টের আদেশ অমান্য করে দোকান ভাঙচুর ও লুটতরাজ

প্রতিবেদক
AlorDhara24
December 12, 2024 7:45 am

আড়াইহাজার প্রতিনিধি: 

আড়াইহাজার উপজেলার (নারায়ণগঞ্জ) দুপ্তারা ইউনিয়ন এলাকায় আদর্শ বাজার কালীবাড়িতে দোকান ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে । সরোজমিনে ঘুরে দেখা যায় দুটি দোকান ও একটি ভিটি পাকা চৌচালা টিনের ঘর ভাঙচুর করে টিনেরচাল বেড়া,মালামালসহ সকল কিছু লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী জায়গার মালিক মাওলানা আবু বকর প্রতিনিধিকে ভারাক্রান্ত মনে জানায় আমরা প্রায় ৭৫ বছর যাবত এই জায়গায় দোকানপাট ভাড়া দিয়া খাইতেছি ০২/ ৯/২৪ ইং রাতে আমাদের দোকানপাট ও ঘর ভেঙ্গে টিন কার্ড সহ সব মালামাল নিয়ে যায়,সকালে জায়গায় এসে দেখি কিছুই নাই,অবশিষ্ট অ্যাঙ্গেল লোহা ও ইটের শুঁড়কি পড়ে আছে।স্থানীয় থানা থেকে ৩০/0৮/ ২৪ তারিখে উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নালিশা সম্পত্তির উপর আইনি নোটিশ দেন। আড়াইহাজার থানার আইনি নোটিশ পাওয়ার পরেও মোঃ সুলতান মিয়া বাবুর্চি পিতা খয়রাত হোসেন গ্রাম দূপতারা হাটখোলাপাড়া, পো: দুপতারা, থানা, আড়াইহাজার, মোঃ কবির মিয়া,পিতা মোঃ সুলতান মিয়া বাবুর্চি সহ কিছু সন্ত্রাসীদের গ্রুপ আমাদের দোকান ভাঙচুরের ঘটনা ঘটাইছে । বাদীপক্ষ আরো জানান আমি গরিব মানুষ আমি কোনপ্রকার রাজনীতি করি না,ছোট্ট একটা চাকরি করে জীবন যাপন করি বউ পোলাপান নিয়ে চলি । আমার এত বড় ক্ষতি করল, প্রায় ৪-৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেল । তিনি আরো বলেন আমার ভাইদের ও ভাতিজাদের ভয় দেখাইয়া হুমকি দেয় এবং হত্যা মামলার আসামি করবে । সুবিচারের জন্য আমরা আদালতের শরণাপন্ন হয়েছি । নাম প্রকাশে অনিচ্ছুক পাশের দোকানদার জানায় রাতে ১০-১২ জন লোকের সমাগম দেখি ঘরের টিন ভাঙচুররে বিকট আওয়াজ শুনি,ডাকাত মনে করে ভয়ে কাছে যাইনি । বিশেষ সূত্রে জানা গেছে কবির মিয়া কিশোর গ্যাং এর সাথে জড়িত ।বিভিন্ন অপরাধ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। এই বিষয়ে মোঃ সুলতান মিয়া বাবুর্চি ও কবির কে ফোন করিলে মোবাইল বন্ধ পাওয়া যায় ।

সর্বশেষ - বাংলাদেশ