নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ঘু’ষ লেনদেন সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় থানার সেই বিতর্কিত এএসআই মো. মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
তিনি বলেন, “সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখা গেছে। সেই কারণে এএসআই মাসুদ রানাকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।”
প্রসঙ্গত, গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘু’ষ আদায়ের ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
অপর দিকে ঘুষ দেওয়া ও নেওয়া দুটিই সমান অপরাধ সেক্ষেত্রে যিনি এএসআই মো. মাসুদ রানাকে ঘুষ দিচ্ছেন তাকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।