Tuesday , 2 September 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে হাইকোর্টের নির্দেশ।

প্রতিবেদক
AlorDhara24
September 2, 2025 2:49 pm

আজ ২ সেপ্টেম্বর হাইকোর্ট এক রায়ে নির্বাচন কমিশন কর্তৃক রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিবন্ধনের আবেদন বাতিল করাকে অবৈধ ঘোষণা করেছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদ এর বেঞ্চ রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক রিটের শুনানি শেষে এই রায় দেন।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য রাষ্ট্র সংস্কার ইসিতে আবেদন করে, যা ২০২৩ সালের ২৯ মার্চ নামঞ্জুর হয়। এ নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন ইসিতে রিভিউ আবেদন করে। এ আবেদন চলতি বছরের ৫ ফেব্রুয়ারি খারিজ হয়।

এরপর হাইকোর্টে রিট আবেদন করে দলটি। আবেদনের প্রেক্ষিতে মে মাসের ২০ তারিখে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আবেদন ও রিভিউ আবেদন খারিজের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব–বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

ইসির জবাবের প্রেক্ষিতে দুই পক্ষের শুনানি আজ শেষ হয়। শুনানি শেষে কোর্ট রাষ্ট্র সংস্কার আন্দোলনের আবেদন ও রিভিউ আবেদন খারিজের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন এবং দলটিকে নিবন্ধন প্রদানের আদেশ প্রদান করেন। সাথে দলের গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনের জন্য ৩০ দিনের সময় দিয়ে চিঠি দিতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেন কোর্ট।

এ প্রসঙ্গে রিটকারি ও দলের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আশা করছি ইলেকশন কমিশন দ্রুততম সময়ের মধ্যে বাকী প্রক্রিয়া সম্পন্ন করে এ সময়ের সবচেয়ে ক্রিয়াশীল একটি রাজনৈতিক দল, রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন প্রদান সম্পন্ন করবেন।

সর্বশেষ - শহরের বাইরে