নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও রোগ নির্ণয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে দুই হাজার ডেঙ্গু কিট ও নিবন্ধিত গর্ভবতী মহিলাদের জন্য আয়রন ট্যাবলেট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এসব কিট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়রন ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কিট ও ট্যাবলেট তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ডিসি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গর্ভকালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের জন্য আয়রন ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া (রক্তস্বল্পতা) রোধ করে, যা অকাল প্রসব, কম ওজনের জন্ম এবং অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি কমায়, অর্থাৎ গর্ভবতী মায়ের মৃত্যু ঝুঁকি হ্রাস করে।
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে যারা স্বাস্থ্যসেবা নিতে আসে, তারা সাধারণত অসহায় অবস্থায় আসে। এ সময় তাদের পাশে থাকা অত্যন্ত জরুরি। ডেঙ্গু একটি ভয়াবহ রোগ, যা রক্তের প্লাটিলেট কমিয়ে দিতে পারে। তাই শুরুতেই রোগটি শনাক্ত করা গুরুত্বপূর্ণ, নইলে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব নয়। আমাদের স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে আশার কথা, এ বছর অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম।
পরে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ঘুরে ঘুরে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।