নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর আলোচিত সন্ত্রাসী আকরামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাতে বন্দর থানা পুলিশ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল থেকে তাকে গ্রেফতার করে।
জালিয়াতির দুই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানা পুলিশ।
৫ আগস্টের পর আদমজী ইপিজেড এর ভেতর বিশৃঙখলা সৃষ্টিকারী এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পুজি করে মামলা বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
৫ আগস্টের পর গোয়েন্দা সংস্থার তদন্তে ইপিজেড দখল চেষ্টার অভিযোগে আকরাম এর নাম ওঠে আসে।