প্রিয় বন্দরবাসী ও শিক্ষার্থী ভাই-বোনদের কাছে ১নং খেয়াঘাট নৌকা মাঝিদের সাহায্যের আবেদন
BIWTA উর্ধ্বতন কর্মকর্তা তাদের আগামীকাল আশ্বাস দিয়েছেন এই সমস্যা সমাধান করবেন,যদি সমাধান দিতে ব্যর্থ হয়
“তবে ঘাটমাঝিরা ৩ দফা দাবী নিয়ে আগামী ৪/৭/২৫ রোজ শুক্রবার সকাল ১১টায় বন্দর ঘাটে শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচী পালনের ঘোষণা দেন”
৩ দফা-
★১/নৌকা যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ২টাকা টোল আদায় বন্ধ করতে হবে।
★২/শিক্ষার্থীদের সবসময় ফ্রী যাতায়াত ব্যবস্থা করতে হবে।
★৩/মাঝিদের ঘাট জমা বন্ধ এবং পূর্বের ন্যায় ট্রলার চলাচল স্বাভাবিক নিয়মে চালাতে হবে