Thursday , 3 July 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

সদর উপজেলায় গ্রীন এন্ড ক্লিন এর আওতায় শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার বৃক্ষ চারা বিতরণ

প্রতিবেদক
AlorDhara24
July 3, 2025 9:59 am

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৯৯ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ২ হাজার ৫ শত শিক্ষার্থীদের মাঝে ৪টি করে মোট ১০ হাজার বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক গৃহীত ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষার্থীরাও ব্যাপকভাবে সম্পৃক্ত হয়েছে। এ জেলাকে সবুজ ও পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগের সাথে সকল অংশীজনদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান যেন সোনালি ইতিহাস হয়ে থাকে সেটাই কামনা করি।

অনুষ্ঠানে ১০ জন উপস্থিত শিক্ষার্থীদের মাঝে প্রতি শিক্ষার্থীকে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাকী চারা বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪০০ তাল গাছ ও ১৮০০ লেবু ও নারিকেল গাছসহ বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রুপালি খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - শহরের বাইরে