নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা কর্তৃক উদ্ধারকৃত ৩১ টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।
————————————————————————–
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নির্দেশক্রমে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার একটি চৌকস টিম মোবাইল হারানোর জিডি তদন্ত করে সর্বমোট ৩১ টি হারানো মোবাইল উদ্ধার করে।
আজ ০২/০৭/২০২৫ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় উক্ত উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
এই সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দষসহ আইসিটি শাখার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
ভূক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন