Monday , 30 June 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষন করেছে গিটারিস্ট সৌরভ

প্রতিবেদক
AlorDhara24
June 30, 2025 7:33 am

ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণী (২৪) কে ধর্ষনের অভিযোগে সৌরভ আহম্মেদ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সৌরভ আহম্মেদ ফতুল্লা মডেল থানার সস্তাপুর এলাকার কামরান উদ্দিন রুবেলের পুত্র। এ ঘটনায় নির্যাতিত তরুনী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

নির্যাতিত ওই তরুণী জানায়, ২০২৪ সালের আগস্ট মাসে একটি গিটার কেনাবেচার মাধ্যমে গ্রেফতারকৃত সৌরভ আহম্মেদের সাথে তরুণীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এক পর্যায়ে সে সৌরভের আহবানে চলতি বছরের ২৪ মে বাসা থেকে ৬ ভরি স্বর্ণাংকার নিয়ে পালিয়ে আসে। একই দিনে সে তার হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহন করে একই সাথে বাসা থেকে নিয়ে আসা স্বর্নালংকার সৌরভের হাতে তুলে দেয়।

অপর দিকে সৌরভ তার পূর্বের বিয়ের কথা গোপন রেখে তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তরুনী বাসা থেকে বের হওয়ার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে নিয়ে প্রথমে কক্সবাজার পরে সস্তাপুর এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করে।

এ সময় সৌরভ বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ এক মাসের ও বেশী সময় তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। তরুনী বিয়ের কথা বললেও সৌরভ কৌশলে এড়িয়ে যায়। অপরদিকে তরুনীও এক সময় জানতে পারে যে সৌরভ ইতিপূর্বে ও বিয়ে করেছে এবং সে সংসারে এক সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, অভিযুক্ত সৌরভ কে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - শহরের বাইরে