Sunday , 22 June 2025 | [bangla_date]
  1. ৫০ হাজার মানুষ পানিবন্দি
  2. Alor Dhara24 News
  3. অন্যান্য
  4. আড়াইহাজার
  5. এন আই সি ইউ
  6. ওয়াজ ও দোয়ার মাহফিল
  7. কো-অর্ডিনেটর
  8. খেলা
  9. খেলাধুলা
  10. জ্বালানী তেল বিপনন বন্ধ
  11. ধর্ম
  12. নারায়ণগঞ্জ
  13. নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বৃহত্তর শিমরাইল উপ কমিটির অফিস উদ্বোধন
  14. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
  15. নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

চট্টগ্রামে চোর চক্রের মূলহোতাসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
June 22, 2025 7:30 am

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

 

শনিবার (২১ জুন) রাতে থানার বইল্লা কলোনি ও বড়পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল আলীম ওরফে শাকিল (২৯), মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) ও আজিজুল হাকিম মাসুম। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ডিবি পশ্চিম কর্মকর্তারা জানান, গত ১২ জুন ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ এলাকার একটি বাসায় চুরির ঘটনা ঘটে। ওই বাসার ভাড়াটে মো. বেলাল উদ্দিন জানান, অজ্ঞাতনামা চোরেরা তার বাসার বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে একটি ম্যাকবুক প্রো ল্যাপটপ, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার টাকা নিয়ে যায়। একই ভবনের আরেক ভাড়াটে আবুল কাশেমের বাসাতেও ঘটনার সপ্তাহ আগেই একই কায়দায় চুরি হয়। সেখান থেকে ৩টি মোবাইল ফোন ও ৫৫ হাজার টাকা চুরি হয়।

 

চুরির ঘটনা তদন্তে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হালিশহর বইল্লা কলোনির একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে চোর চক্রের মূলহোতা আব্দুল আলীম ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুই সহযোগী মো. ইয়াছিন আরাফাত শাকিল (২৫) ও আজিজুল হাকিম মাসুমকে হালিশহরের বড়পুল এলাকার একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। মাসুমের মালিকানাধীন ইনসাফ এন্টারপ্রাইজ নামের ওই মোবাইল এক্সেসরিজের দোকান থেকেই চুরি হওয়া ম্যাকবুক প্রো ল্যাপটপটি উদ্ধার করা হয়। চুরি করা ল্যাপটপটি মূল অভিযুক্ত দুজন মাসুমের কাছে বিক্রি করেছিলেন।

 

মহানগর গোয়েন্দা পুলিশ পশ্চিম জোনের উপ-কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান ঢাকা পোস্টকে বলেন, পরপর চুরির ঘটনা তদন্তে নেমে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির মালামালও উদ্ধার করা হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ - শহরের বাইরে