ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেনের ঢাকার উত্তরায় একটি প্লট জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ।
জব্দের আদেশ দেওয়া সম্পত্তি হলো- ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের সাবেক ১৫ নম্বর রোডের ৪১ নম্বর প্লট ও তার উপরিস্থিত স্থাপনা। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওই আবেদনে বলা হয়, ‘ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির’ মাধ্যমে ডিএমপির গোয়েন্দা শাখা-ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে দেশে বিদেশে ‘শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগের অনুসন্ধান চলছে।
এসব সম্পদ তার নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার, নিকট আত্মীয় ও ঘনিষ্ঠজনদের নামে কেনা হয়েছে বলে দুদকের অভিযোগ।
অনুসন্ধান চলাকালে জানা গেছে, হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর হোসেন তার স্থাবর-অস্থাবর সম্পদ ‘হস্তান্তরের’ চেষ্টা করছেন।