এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
আজ ২২ মে ২০২৫ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ খালপাড় এলাকায় একটি গুদামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: তামশিদ ইরাম খান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, মেসার্স মেহেদী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটি কোনো পণ্য বিক্রির চালান বা মূসকের রশিদ ছাড়াই অবৈধভাবে একটি ডিস্ট্রিবিউটরের নিকট থেকে মালামাল ক্রয় করে স্থানীয় বাজারে বিক্রি করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
একইসাথে সকল পণ্য অনতিবিলম্বে বাজার মূল্যে বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন এবং বাজারে কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধির আশঙ্কা দূর করা যায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।