অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলায় আজ ঢাকার একটি আদালত কারাগারে পাঠিয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সকালে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. বিল্লাল ভূঁইয়া। ওই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়ার আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। আগামী ২২ মে জামিন শুনানির দিন ঠিক করেছে আদালত।
এর আগে, গতকাল রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।ভাটারা থানার পুলিশের একটি সূত্র জানায়, আটকের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাকে না রেখে পরে গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।