নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় বাৎসরিক ছুটির ভাতার দাবিতে আন্দোলন করেছে শ্রমিকরা। এর প্রেক্ষিতে কারখানায় কর্ম পরিবেশ নাই উল্লেখ করে মালিক পক্ষ নোটিশ টানিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আহসান অ্যাপারেলস নামক গার্মেন্ট কারখানায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে প্রতিষ্ঠানটিতে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা হলে তারা জানান, প্রতিষ্ঠানটির শ্রমিকরা বেশ কিছুদিন যাবৎ বাৎসরিক ছুটির ভাতা দাবী করে আসছিলেন। এবং সেটি পরিষদের জন্য চলতি মাসের ১০ তারিখ সময় বেঁধে দেয়। কিন্তু কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে তাদের দাবি পূরণ না করায় তারা এই আন্দোলনে নামেন।
এদিকে প্রতিষ্ঠানটি কর্ম পরিবেশ নেই উল্লেখ করে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
এ বিষয়ে শিল্প পুলিশ জানায়, বাৎসরিক ছুটির ভাতার দাবিতে আহসান এ্যাপারেলের শ্রমিকরা আন্দোলন করে। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।
সাদ্দাম হোসেন মুন্না খান
সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি



















