Monday , 29 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাল্টিমিডিয়া

নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা তনু

প্রতিবেদক
AlorDhara24
December 29, 2025 11:22 am

নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।

রোববার রাতে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ব্যক্তিগত বিবেচনায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে আর থাকছেন না।

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গত দেড় বছর ধরে স্থানীয় মানুষ যেভাবে তাকে পাশে পেয়েছেন এবং কাজ করতে দেখেছেন, সেই সমর্থন তিনি আজীবন মনে রাখবেন। তিনি আশ্বাস দেন, নির্বাচন থেকে সরে গেলেও নারায়ণগঞ্জের মানুষের পাশে আগের মতোই থাকবেন।

তনু আরও বলেন, বর্তমান রাজনৈতিক পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে জানান, এই সিদ্ধান্ত দল ছাড়ার নয়; তিনি নিজ দলের সঙ্গেই থাকছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, আগামী সময় তাদেরই হবে এবং সে লক্ষ্যেই তারা এগিয়ে যাবেন—ইনশাল্লাহ।

সর্বশেষ - বাংলাদেশ