Sunday , 28 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. ওয়াজ ও দোয়ার মাহফিল
  4. খেলা
  5. চাদাবাজী
  6. চাষারা
  7. ধর্ম
  8. নারায়ণগঞ্জ
  9. ফতুল্লা
  10. বন্দর
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. ব্রাহ্মণবাড়ীয়া
  15. মাল্টিমিডিয়া

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ!

প্রতিবেদক
AlorDhara24
December 28, 2025 1:28 pm

এলাকায় বাঁশ ফেলে সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।

হঠাৎ মহাসড়কে অবরোধ শুরু হওয়ায় দুই দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শতাধিক যানবাহন আটকে পড়ায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরম আকার ধারণ করে।

কর্মসূচিতে অংশ নেওয়া আলমগীর হোসেন বলেন, ওসমান হাদিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি এবং দৃষ্টান্তমূলক শাস্তির কোনো অগ্রগতি নেই। দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর করার ঘোষণা দেন তিনি।

আরেক বিচারপ্রার্থী নিরব রায়হান বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। আমরা শুধু ন্যায়বিচার চাই। যতদিন পর্যন্ত ওসমান হাদি হত্যার সঠিক বিচার না হবে, ততদিন রাজপথ ছাড়ার প্রশ্নই ওঠে না।

সর্বশেষ - বাংলাদেশ