ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠার কারণে তিনি নিজেকে ওই এলাকার মানুষের ‘ঘরের মেয়ে’ মনে করেন।
পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, শুরুতে একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। তবে বর্তমান বাস্তবতার কারণে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, জনগণের জন্য কাজ করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে অঙ্গীকার তিনি করেছিলেন, তা রক্ষায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সে লক্ষ্যেই আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তাসনিম জারা আরও বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় তার কোনো দলীয় অফিস, সংগঠিত কর্মীবাহিনী কিংবা প্রশাসনের সঙ্গে যোগাযোগের কাঠামো থাকবে না। এ অবস্থায় ভোটারদের সমর্থনই তার একমাত্র শক্তি।
এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার মানসিকতার ওপর আস্থা রেখে যদি জনগণ তাকে সমর্থন দেন, তবেই তিনি তাদের সেবার সুযোগ পাবেন।


















