দেশের ৮ জেলা ও এক বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (১১ মে) দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, রোববার বিকেল ৩টা থেকে পরবর্তী ৩ থেকে ৫ ঘণ্টায় নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী, পাবনা জেলা ও সিলেট বিভাগের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর বেশি গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
এ সময় নিচের পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর-
১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ স্থানে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শোবেন না এবং কংক্রিটের দেওয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।