সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ কামাল হোসেনের সন্তান নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও তরুণ দলের নেতৃবৃন্দের উপর বর্বোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০৫ এপ্রিল (শনিবার) সকালে ২ নং বাস স্ট্যান্ড মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ ওয়ার্ডের সর্বস্থরের জনগণ।
যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটি এ কে এম সাইফুল আলম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মনিরুল ইসলাম রবি, এছাড়া আরো উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন শেখ, সহ-সভাপতি আওলাদ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল ভূঁইয়া, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার হোসেন, বিএনপি নেতা জিয়াদুল সরদার, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক গাজী সেলিম, নারায়ণগঞ্জ মহানগর তরুণ দল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা তরুণ দল আহবায়ক আবুল কালাম আজাদ রাসেল, সহ-সভাপতি আমিরুল ইসলাম বাবু, আরিফ মীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজু খান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাইদ হোসেন, রিপন মিয়া, শাহজালাল, তৌহিদ শিকদার, মুকরুল হোসেন সহ নারায়ণগঞ্জ জেলা, মহানগর, সিদ্ধিরগঞ্জ থানাধীন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ।