সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
হেফাজতে ইসলামের হরতালের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইউটার্ন এলাকায় রাস্তা অবরোধের নেতৃত্ব দেওয়া হেফাজতের সেই নেতার নেতৃত্বে এবার মধ্যরাতে দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২ মার্চ) দিবাগত রাত ৩ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় আন নূর তাহফিজুল কোরআন মাদরাসার প্রিন্সিপাল সাইফুল ইসলামের(৪৭) নেতৃত্বে এ ঘটনা ঘটে। রোববার দিবাগত রাতে ভুক্তভোগী রাজিয়া সুলতানা হেফাজত নেতা সাইফুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।বাকি দুজন হলেন,মাসুদ(৩৫) ও জাকির (৩০)।
জানা যায়, মধ্যরাতে দোকান ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিল্ডিং ভাঙ্গার শব্দে এলাকায় ডাকাত পড়েছে মনে করে এলাকাবাসী ৯৯৯ এ ফোন দেয়। ওই স্থানে যেতে পুলিশের নিষেধ থাকলেও নিয়ম ভঙ্গ করে মধ্যরাতে দোকান ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান ভাঙচুর শুরু হলে এলাকায় ডাকাত পড়েছে মনে করে এলাকাবাসী সঙ্গবদ্ধ হয়ে ঘেরাও করে স্থানীয়রা সাইফুল ইসলামকে আটক করে ৯৯৯ এ কল দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে তাকে প্রথমে আটক করে পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়।
গত ২৮ মার্চ হেফাজতের হরতালে এই হেফাজত নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় মাদরাসা ছাত্ররা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় ভাড়াটে লোক দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী রাজিয়া সুলতানা। অভিযুক্তরা হলেন, নরুল ইসলাম (৫০), সাইফুল ইসলাম (৪৩), লিটন (৪৩), শরীফ (৩৬) ও সেলিম (৫৩)।
Leave a Reply