টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সখিপুরে এক ট্রাক ড্রাইভারের ঘরে সিঁধকেটে আড়াই মাস বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার শোলাপ্রতিমা গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু মো. জোনায়েদ ওই গ্রামের ট্রাকড্রাইভার আছির উদ্দিনের ছেলে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, আছরউদ্দিনের স্ত্রী কল্পনা আক্তার প্রতিদিনের মতো তিন সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে ঘরের ভেতর কারো উপস্থিতি টের পেয়ে তিনি আলো জ্বেলে দেখেন তার শিশুপুত্র জোনায়েদ বিছানায় নেই এবং ঘরের মেঝেতে একটি ‘দা’ পড়ে আছে ও ঘরের এক কোনে সিঁধ কাটা রয়েছে। এ সময় তার আর্তচিৎকারে লোকজন চলে আসে।
প্রতিবেশী ফিরোজা বেগম বলেন, কল্পনার আর্তচিৎকারে ঘটনাস্থলে গিয়ে দেখি সিঁধকাটা ওই ঘরের মেঝেতে একটি দা পড়ে রয়েছে।
জোনায়েদের মা কল্পনা আক্তার বলেন, ওর বাবা ট্রাকচালক। বাড়িতে না থাকার কারণে দুর্বৃত্তরা এটা করার সুযোগ পেয়েছে।
জোনায়েদের দাদা জামাল উদ্দিন বলেন, সিঁধকেটে নাতিকে চুরি করায় সখিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সখিপুর থানার ওসি সাইদুল হক ভূঁইয়া বলেন, ঘটনাটি জানার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে শিশুকে উদ্ধারের তৎপরতা অব্হাঁত রয়েছে।
Leave a Reply