সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে নাশকতা, সরকারি কাজে বাধা দেয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল ) দুপুরে খোলা কাগজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গ্রেফতার বিএনপি নেতা আকবর হোসেন সরকারের বিরুদ্ধে নাশকতা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। আজ দুপুরে সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply